আইএফএ শিল্ডের ধাক্কা ভুলে সুপার কাপে ছন্দ বজায় রেখেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গতমাসে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে সেমিফাইনালে স্থান করে নিয়েছিল মশাল ব্রিগেড। তারপর ছিল সাময়িক বিরতি। তারপরেই আজ বিকেলে সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেমেছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসি। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা।
আগামী ৭ই ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মানোলো মার্কেজের শক্তিশালী এফসি গোয়া। আজ কিছুক্ষণ আগেই পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছে ব্র্যাইসন ফার্নান্দেজরা। যারফলে গতবারের মতো এবার ও টুর্নামেন্টের ফাইনাল খেলবে গোয়া। গতবছর কলিঙ্গের বুকে খালিদ জামিলের জামশেদপুর এফসিকে আটকে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল গোয়া। এবার ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে তাঁদের। তাছাড়া নিজেদের ঘরের মাঠে গোয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে
সেটা ভালো মতোই জানা সকলের।
তাই সবদিক মাথায় রেখেই দল সাজাতে চাইবেন কোচ। তাঁর আগে পাঞ্জাব বধ করে চনমনে মেজাজে রয়েছেন ফুটবলাররা। ঘন্টা কয়েক আগেই নিজের সোশ্যাল সাইটে ড্রেসিংরুমের একটি ছবি আপলোড করেন দলের তারকা ফুটবলার মহম্মদ রশিদ। যেখানে হাসি মুখে দেখা যায় বিপিন সিং থেকে শুরু করে আনোয়ার আলি, কেভিন সিবিলে সহ লালচুংনুঙ্গার মত ফুটবলারদের। উল্লেখ্য, সেমিফাইনাল ম্যাচে গোল পেয়েছেন রশিদ সহ কেভিন সিবিলের মত তারকারা। ফাইনালে ও সেই চেষ্টায় থাকবেন প্রত্যেকে।
এছাড়াও সকলের বিশেষ নজর থাকবে জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকির দিকে। এই ম্যাচে গোল না আসলেও ট্রফি নির্ধারণী ম্যাচে দলের ফরোয়ার্ড লাইন কতটা সক্রিয় হয়ে উঠতে পারে সেটাই দেখার।
