কবে হতে পারে সুপার কাপের সেমিফাইনাল? জানুন

super-cup-2025-semi-final-date-schedule-fixtures-goa

গত মাসের শেষের দিকে শুরু হয়েছে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ (Super Cup 2025)। যেখানে প্রথম থেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে এসেছে আইএসএলের পাশাপাশি আইলিগের দল গুলি। পাশাপাশি এবার শেষ মুহূর্তে অংশগ্রহণ করেছিল গোয়ার আরেক ফুটবল দল ডেম্পো স্পোর্টস ক্লাব। নিজেদের সীমিত শক্তি নিয়ে ও তাঁরা আটকে দিয়েছিল কলকাতা ময়দানের দুই শক্তিশালী প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টকে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। যারফলে আরও জমে উঠেছিল গ্ৰুপ ‘এ’ র ডার্বি ম্যাচ‌। শেষ পর্যন্ত স্থান করে নেয় লাল-হলুদ শিবির।

Advertisements

অপরদিকে প্রথম দল হিসেবে আগেই সেমিফাইনালে স্থান করে নিয়েছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। এবার অন্যান্য দল গুলির দিকে নজর রয়েছে সকলের। এবারের সুপার কাপের (Super Cup 2025) গ্ৰুপ ‘ডি’ এর মধ্যে সেমিফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স এবং মুম্বাই সিটি এফসি। এছাড়াও গ্ৰুপ ‘সি’ থেকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করার অন্যতম দাবিদার হিসেবে রয়েছে শক্তিশালী বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি। অর্থাৎ এবার দুই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সকলে। কিন্তু কবে হতে পারে টুর্নামেন্টের সেমিফাইনাল?

   
Advertisements

গত কয়েকদিন ধরে সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। সেই নিয়েই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৯ থেকে ৩০শে নভেম্বরের দিকে হয়তো গোয়ার বুকেই আয়োজিত হবে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল। তার আগে রয়েছে অনেকটা সময়। সাময়িক ছুটির পর ফের অনুশীলনে যোগ দিয়ে নিজেদের প্রস্তুত করার লক্ষ্য থাকবে সেমিতে স্থান করে নেওয়া দল গুলির। গতবারের হতাশা কাটিয়ে এবার আদৌও কতটা সুবিধা করতে পারে ইস্টবেঙ্গল সেটাই দেখার।