গতবারের হতশ্রী পারফরম্যান্সের পর নয়া সিজনে ভালো পারফরম্যান্স করতে মরিয়া মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেক্ষেত্রে প্রথমদিকে ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল গ্ৰুপ স্টেজ থেকেই। সেই হতাশা কাটিয়ে নিজেদের সীমিত শক্তি নিয়েই সুপার কাপ খেলতে এসেছে ময়দানের এই তৃতীয় প্রধান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসি।
সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে জেরার্ড জারাগোজার ছেলেরা। এদিন গোল পেয়েছেন যথাক্রমে তাওরেম কেলভিন সিং এবং সুনীল ছেত্রী। প্রথম ম্যাচে এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে আইএসএলের এই ফুটবল ক্লাবের। অন্যদিকে, যথেষ্ট নজরকাড়া ফুটবল খেলে ও এদিন গোল বক্সে বারংবার আটকে যেতে হল লালথানকিমা থেকে শুরু করে বামিয়া সামাদদের। নাহলে হয়তো ভিন্ন ফলাফল লক্ষ্য করা যেত ম্যাচ শেষে। তবে প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে আগামী মাসের শুরুতেই পাঞ্জাব এফসির বিপক্ষে সফল হতে মরিয়া সাদা-কালো ব্রিগেড।
এদিন ম্যাচের প্রথম থেকেই বল দখলের লড়াই লক্ষ্য করা গিয়েছিল উভয় দলের মধ্যে। মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে বারংবার প্রতিপক্ষের রক্ষণে হানা দিতে দেখা যাচ্ছিল বেঙ্গালুরু ব্রিগেডকে। তবে সুযোগ বুঝেই পাল্টা আক্রমণে উঠে আসছিল মহামেডান। তবে প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারের শুরুর দিকেই নিজেদের প্রথম গোল তুলে নেয় একবারের আইএসএল জয়ীরা। ৩৪ মিনিটের মাথায় কেলভিনের গোলে এগিয়ে যায় কর্নাটকের এই ফুটবল ক্লাব। তারপর থেকেই যথেষ্ট সাবধানী ফুটবল খেলতে দেখা যায় দুই শিবিরের খেলোয়াড়দের। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল বেঙ্গালুরু।
Bengaluru, we have liftoff! 🔥#WeAreBFC #BFCMSC #AIFFSuperCup pic.twitter.com/LhnLfhv0DA
— Bengaluru FC (@bengalurufc) October 30, 2025
তারপর দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের দেখা যায় তুল্যমূল্য লড়াই। এক্ষেত্রে প্রথম থেকেই গোল শোধ করে ম্যাচে ফিরতে মরিয়া ছিল ব্ল্যাক প্যান্থার্সরা। কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর মতো গোলরক্ষককে পরাজিত করে গোল তুলে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে ম্যাচের ৫৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল তুলে আনার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল বেঙ্গালুরু এফসির। কিন্তু অফসাইডের ফাঁদে পড়তে হয় সুনীল ছেত্রীকে। তারপর আরও বেশ কয়েকবার সুযোগ তৈরি হলেও আসেনি গোল। শেষ পর্যন্ত ৮৬ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে আইএসএলের এই দল। সেখান থেকেই গোল করে যান সুনীল ছেত্রী। অতিরিক্ত সময়ের পর ও বদলায়নি ফলাফল। যারফলে ২-০ গোলে জয় পায় জারাগোজার ছেলেরা।



