আগের হতাশা কাটিয়ে নতুন সিজনে সেরাটা উজাড় করার চ্যালেঞ্জ শ্রীনিধি ডেকানের। তাই গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল হায়দরাবাদের এই দলটি। তারপর সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে শুরু করেছিল শ্রীনিধি। যা নিঃসন্দেহে চমক ছিল সকলের কাছেই। এক্ষেত্রে প্রতিপক্ষ দলগুলির ঘর ভেঙে একের পর এক খেলোয়াড়দের ছিনিয়ে নিতে শুরু করেছিল আইলিগের ক্লাবটি। যেটা নিঃসন্দেহে খুশি করেছিল দলের সমর্থকদের।
গত কয়েক মাসে পাহাড়ের আইলিগ জয়ী দল তথা আইজল এফসির থেকে শুরু করে রাজস্থান ইউনাইটেড হোক কিংবা অন্যান্য দল গুলির একাধিক ফুটবলারদের ছিনিয়ে নিয়েছিল এই ক্লাব। কিন্তু সেখানে শেষ হয়নি সমস্ত কিছু। পরবর্তীতে দল বদলের বাজার তথা ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও যথেষ্ট সক্রিয় থেকেছে এই ফুটবল দল। আসলে শুধুমাত্র নতুন ফুটবলার চূড়ান্ত করাই নয়। দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে ও চুক্তি বাড়ানোর কথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। পাশাপাশি গত অক্টোবরের মধ্যেই একাধিক তরুণ ফুটবলারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছিল শ্রীনিধি।
সময়ের সাথে সাথেই তাঁদের যোগদানের কথা ঘোষণা করছে হায়দরাবাদের এই ক্লাব। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে কেরালার তরুণ ফুটবলার রশিদ চেরুকাদ। উল্লেখ্য, গত মাসেই শ্রীনিধি ডেকানে সই করেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। অবশেষে আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে আইলিগের এই ফুটবল দল। গত সিজন পর্যন্ত আইএসএলের ফুটবল ক্লাব বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত ছিলেন আপফ্রন্টের এই ফুটবলার। বেঙ্গালুরু এফসির যুব দল থেকেই এবার আইলিগের ক্লাবে যোগদান করেছেন তিনি।
একটা সময় রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস থেকে উঠে এসেছিলেন তিনি। তারপর থেকেই গত কয়েক সিজন ধরে খেলে আসছিলেন বেঙ্গালুরু এফসির যুব দলের হয়ে। সেখান থেকেই এবার নতুন দলের হয়ে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ।


