শেষ মরসুমে আইলিগ জয় করার লক্ষ্য থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীনিধি ডেকান এফসি (Sreenidi Deccan FC)। ধাক্কা খেতে হয়েছিল বারংবার। তবে সেই হতাশা কাটিয়ে নতুন সিজনে সেরাটা উজাড় করার চ্যালেঞ্জ সকলের। সেজন্য গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল হায়দরাবাদের এই দলটি। তারপর সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে শুরু করেছিল শ্রীনিধি (Sreenidi Deccan FC)। যা নিঃসন্দেহে চমক ছিল সকলের কাছেই। এক্ষেত্রে প্রতিপক্ষ দলগুলির ঘর ভেঙে একের পর এক খেলোয়াড়দের ছিনিয়ে নিতে শুরু করেছিল হায়দরাবাদের এই দল।
যার মধ্যে গত কয়েক মাসে পাহাড়ের আইলিগ জয়ী দল তথা আইজল এফসির থেকে একাধিক ফুটবলারদের ছিনিয়ে নিয়েছিল এই ক্লাব। কিন্তু সেখানে শেষ হয়নি সমস্ত কিছু। আসলে শুধুমাত্র নতুন ফুটবলার চূড়ান্ত করাই নয়। দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে ও চুক্তি বৃদ্ধির পরিকল্পনা ছিল হায়দরাবাদের এই ক্লাবের।
সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ডেভিড কাস্তানেদার নাম। মাস কয়েক আগেই তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হলেন বছর সাতাশের এক সেন্ট্রাল মিডফিল্ডার।
তিনি লালরোমাউইয়া। উল্লেখ্য, গত ২০২১ সাল থেকেই আইলিগের এই ফুটবল ক্লাবের সঙ্গে রয়েছেন মিজোরামের এই মিডফিল্ডার। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন সব সময়। তবে চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল শ্রীনিধি ডেকানের (Sreenidi Deccan FC)। তারপর থেকেই একাধিক ফুটবল ক্লাব তাঁকে নিয়ে আগ্ৰহ পোষন করলেও শেষ পর্যন্ত নিজের দলেই থেকে গেলেন এই ফুটবলার। আগামী ২০২৭ সাল পর্যন্ত হায়দরাবাদের এই ক্লাবের সঙ্গেই যুক্ত থাকতে চলেছেন লালরোমাউইয়া। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা ঘোষণা করে দিয়েছে ম্যানেজমেন্ট।


