নবম স্থানে থেকেই গত আইলিগ শেষ করেছিল শ্রীনিধি ডেকান এফসি (Sreenidi Deccan FC)। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। তবে সেইসব এখন অতীত। এবারের নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর দেশের অন্যতম শক্তিশালী এই দল। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল আইলিগ এই ফুটবল ক্লাব। সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে শুরু করে ম্যানেজমেন্ট ।
এক্ষেত্রে দেশের দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগের একাধিক প্রতিপক্ষ দলের ঘরের ভেঙে ফুটবলারদের চূড়ান্ত করতে থাকে শ্রীনিধি। যাদের মধ্যে রয়েছেন
লালথানখুমা সি দুহভেলা থেকে শুরু করে অভিজিৎ কে এর মতো ফুটবলাররা। তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এই ফুটবল দল। সেইসাথে দলের একাধিক ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ও জানানো হয়েছিল তাঁদের তরফে। শেষ কয়েক মাসে সেইমতো একাধিক দাপুটে ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা জানিয়েছে শ্রীনিধি। যেটা নিঃসন্দেহে খুশি করেছে সকলকে।
এবার ফের চমক। মুম্বাই সিটি এফসির পাশাপাশি কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা এক গোলরক্ষককে দলে টানল আইলিগের এই দল। তিনি ভাস্কর রায়। মঙ্গলবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে শ্রীনিধি ডেকান। উল্লেখ্য, এবারের এই ডুরান্ড কাপে ইন্ডিয়ান নেভির হয়ে খেলতে দেখা গিয়েছিল এই গোলরক্ষককে। যেখানে চারটি ম্যাচ খেলে চারটি গোল হজম করার পাশাপাশি একটি ক্লিনশিট ও ছিল এই ফুটবলারের।


