কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই এবারের সুপার কাপের মধ্য দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ফুটবলের নবগঠিত ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delhi)। যেদিকে তাকিয়ে থাকবে গোটা দেশের ফুটবলপ্রেমীরা। বেশকিছু বছর আগে ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি ডাইনামোজ প্রতিনিধিত্ব করলেও পরবর্তীতে আর সেটা সম্ভব হয়নি। তারপর থেকেই রাজধানীর বুক থেকে তেমন কোনও ফুটবল দল সুযোগ পায়নি দেশের প্রথম স্তরের লিগে বা কাপ টুর্নামেন্টে। সেই হতাশা কাটিয়ে সকলকে চমকে দিতে তৈরি স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delhi)।
আজ সন্ধ্যায় পন্ডিত জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে তাঁদের প্রথম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি। খাতায় কলমে এখনও পর্যন্ত মুম্বাই শিবির যে অনেকটাই এগিয়ে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অপরদিকে, নিজেদের নতুন দল নিয়ে এমন শক্তিশালী দলকে টেক্কা দিতে চাইবে রাজধানীর এই দল। বলতে গেলে এক কঠিন লড়াই হতে চলেছে তাঁদের জন্য। কিন্তু সেই ম্যাচের আগেই বিরাট চমক রাখল এসসি দিল্লি (Sporting Club Delhi)। একসাথে চার ভারতীয় ফুটবলারের যোগদানের কথা জানিয়ে দিল ম্যানেজমেন্ট।
যাদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার ক্ল্যারেন্স ফার্নান্দেজ, সানাতোম্বা সিং ইয়াংলেম। এছাড়াও আপফ্রন্টে ঝড় তোলার জন্য থাকছেন জোসেফ সানি ও ভিক্টর ভিট্রো। এবারের এই সুপার কাপে দিল্লি দলের হয়েই খেলতে দেখা যেতে চলেছে এই চার ফুটবলারকে। বলাবাহুল্য, এবারের এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে মূলত দেশীয় প্রতিভার উপরেই বিশেষ জোর দিচ্ছে দিল্লি (Sporting Club Delhi) শিবির। এছাড়াও রয়েছেন অ্যালেক্স সাজির পাশাপাশি আন্দ্রেই আলবাদের মতো অভিজ্ঞ ফুটবলার। তাঁদের নিয়ে আদৌও কতটা সফল হতে পারে এই নব প্রতিষ্ঠিত দল এখন সেটাই দেখার।


