গত ২০২২ সাল থেকেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। প্রথমদিকে ফিটনেস ইস্যুতে বেশ কয়েকবার সমস্যা দেখা দিলেও পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই নিজের পুরনো ছন্দে ফিরেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বিশেষ করে স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সময় থেকেই ইস্টবেঙ্গল ক্লাবে মাঝ মাঠে অন্যতম স্তম্ভ হিসেবে নিজেকে প্রমাণ করে আসছেন এই বাঙালি ফুটবলার। হাইভোল্টেজ ডার্বি ম্যাচ হোক কিংবা কলিঙ্গ সুপার কাপের সেই খেতাব নির্ধারক ম্যাচ। প্রত্যেক ক্ষেত্রেই কোচের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছেন সৌভিক (Souvik Chakrabarti)।
সময়ের সাথে লাল-হলুদের কোচ বদল ঘটেছে। গত সিজনের মাঝামাঝি সময় থেকেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের দায়িত্ব পালন করে আসছেন অস্কার ব্রুজো। তাঁর তত্ত্বাবধানেই ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে মশাল ব্রিগেড। এক্ষেত্রে দলের বিদেশি ফুটবলারদের পাশাপাশি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti) মত বাঙালি ফুটবলারদের দিকেও বিশেষ নজর থাকবে প্রত্যেকের। উল্লেখ্য, চলতি মরসুম শুরু হওয়ার আগেই তাঁর সঙ্গে চুক্তিবৃদ্ধি করার কথা জানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত এই প্রধানের হয়েই খেলবেন তিনি।
ডুরান্ড কাপ কিংবা আইএফএ শিল্ডে সুবিধা করা না গেলেও নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ এবার। তবে সেমিফাইনালের আগে বেশ কিছুটা সময় রয়েছে লাল-হলুদের কাছে। তার মধ্যেই এবার সৌভিক চক্রবর্তীকে (Souvik Chakrabarti) নিয়ে উঠে আসলো নয়া তথ্য। বলাবাহুল্য, গত মাস কয়েক আগেই কন্যা সন্তান হওয়ার কথা জানিয়েছিলেন এই তারকা ফুটবলার। স্বাভাবিকভাবেই তাকে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। কিন্তু কি নাম রাখলেন নিজের এই ফুটফুটে কন্যা সন্তানের। সেটাই এবার জানিয়ে দিলেন সৌভিক। বেশ কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে একটি ছবি আপলোড করেন তিনি। যেখানে একটি আর্টিফিশিয়াল কেকের পাশাপাশি ইস্টবেঙ্গলের ২৩ নম্বর জার্সির ব্যাকসাইডের ছবি দেখা যায়। যেখানে ইংরাজিতে লেখা রয়েছে ‘পৃথিবী’।
পাশাপাশি এই বাঙালি মিডফিল্ডার আরও লেখেন,’ আমাদের ছোট্ট সানশাইন, ‘পৃথিবী’-র সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের প্রিয় মেয়েটি আজ এক মাস বয়সে পা রাখছে, আমরা আনন্দের সাথে তার নাম সকলের সাথে ভাগ করে নিচ্ছি। তার সুন্দর যাত্রা শুরু করার সাথে সাথে তাকে আপনার ভালোবাসা, আশীর্বাদ করবেন।’


