এবারের শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে সাফল্য এসেছে মোহনবাগান সুপার জায়ান্টে। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও সেই হতাশা ভুলে পরবর্তীতে আইএফএ শিল্ডে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলকে পরাজিত করে এই ঐতিহ্যবাহী খেতাব ঘরে তুলতে সক্ষম হয়েছে সবুজ-মেরুন। সেই নিয়ে স্বাভাবিকভাবেই খুশির আমেজ দেখা দিয়েছিল বাগান শিবিরে। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় থাকেনি সুপার কাপে। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট শুরু করলেও গ্ৰুপ পর্বের তৃতীয় ম্যাচে আটকে যেতে হয়েছিল দুর্বল ইস্টবেঙ্গলের কাছে।
অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল সেই ম্যাচ। শেষ পর্যন্ত গোল পার্থক্যের দরুন সেমিফাইনালে চলে যায় ইস্টবেঙ্গল। অন্যদিকে, গ্ৰুপ পর্বের পরেই ছিটকে যায় মোহনবাগান। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা সমর্থকদের কাছে। পরবর্তী টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই এখন প্রধান লক্ষ্য সকলের। কিন্তু কবে শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। যারফলে এই মুহূর্তে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন দলের সমস্ত ফুটবলাররা। বিগত কয়েক সপ্তাহ ধরেই এক্ষেত্রে যথেষ্ট নজর কেড়েছেন জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেনরা।
নিজেদের পরিবারের সঙ্গে বেশকিছু ছবি আপলোড করতে দেখা গিয়েছিল তাঁদের। এবার নজর কাড়লেন বাগান অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। গত কয়েকদিন আগেই নিজের সোশ্যাল সাইটে পরিবার সহ দুবাই যাত্রার বেশকিছু ছবি আপলোড করেছিলেন সবুজ-মেরুন অধিনায়ক। এবার ছুটির মেজাজের মধ্যেই শরীর চর্চায় মজে থাকতে দেখা গেল মোহনবাগানের ইতিহাসের অন্যতম এই সফল অধিনায়ককে। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে একটি এক্সারসাইজ বাইক চালানোর ভিডিও আপলোড করেন এই বাঙালি ফুটবলার।
দুবাইয়ের পাম জুমেইরার ম্যারিয়ট রিসোর্টে তাঁর এই এক্সারসাইজ করার ভিডিও যথেষ্ট নজর কেড়েছে বাগান সমর্থকদের। এছাড়াও সেই ভিডিওর আশেপাশে লক্ষ্য করা যায় আরও বেশকিছু জিম ইকুইপমেন্টস।


