ওডিশা এফসি এখন অতীত। গত বুধবার সার্জিও লোবেরার যোগদানের কথা স্পষ্ট করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। হোসে মোলিনার জামানায় দাঁড়ি টেনে এবার এই স্প্যানিশ কোচের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। উল্লেখ্য গত সিজনে অনবদ্য পারফরম্যান্স ছিল ময়দানের এই প্রধানের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হাতছাড়া হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা ইন্ডিয়ান সুপার লিগ জয় করেছিল মোহনবাগান। পাশাপাশি লিগ শিল্ড ও এসেছিল তাঁদের ঘরে। বলতে গেলে এখনও পর্যন্ত টুর্নামেন্টের প্রথম দল হিসেবে এক মরসুমে এই অভূতপূর্ব সাফল্য রয়েছে তাঁদের ঝুলিতে।
স্বাভাবিকভাবেই এবার প্রত্যাশা বেড়েছিল সমর্থকদের। কিন্তু এবার ও ডুরান্ড কাপে ধাক্কা খেতে হয়েছিল সবুজ-মেরুনকে। কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তারপর ঐতিহাসিক আইএফএ শিল্ড জয় করলেও সুপার কাপে খুব একটা সুবিধা করতে পারেনি মোহনবাগান। পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে আটকে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের গ্ৰুপ পর্ব থেকে। সেই সাথে ইরানে এএফসির ম্যাচ খেলতে না যাওয়ার ক্ষোভ ও ছিল সমর্থকদের মধ্যে। এমন পরিস্থিতিতে মোলিনা যে দায়িত্বে থাকবেন না সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই।
অবশেষে তাঁকে বিদায় জানিয়ে লোবেরাকে স্বাগত জানিয়েছে মোহনবাগান। এবার এই আইএসএল জয়ী কোচকে নিয়েই আশায় বুক বাঁধছেন সমর্থকরা। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ৩০শে নভেম্বর থেকেই ফের অনুশীলনে নামবে মেরিনার্সরা। সেদিন থেকেই দলের দায়িত্ব পালন করতে দেখা যেতে চলেছে সার্জিও লোবেরাকে। কিন্তু এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। জানা গিয়েছে, মোহনবাগানের বর্তমান দল নিয়ে খুব একটা সন্তুষ্ট নন ওডিশা এফসির এই প্রাক্তন কোচ। বিশেষ করে নাকি বিদেশি কয়েকজন ফুটবলারদের বদলের পরিকল্পনা রয়েছে লোবেরার।
সেক্ষেত্রে আগামীতে হয়তো বেশ কিছু বদল লক্ষ্য করা যেতে পারে দলের অন্দরে। সেক্ষেত্রে হয়তো দল থেকে বাদ পড়তে পারেন আক্রমণভাগের কয়েকজন ফুটবলার। যদিও এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো স্পষ্ট হবে সমস্ত কিছু।
