সন্তোষ ট্রফিতে এবার কাদের বিপক্ষে খেলতে নামবে বাংলা ?

গতবার সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) অনবদ্য পারফরম্যান্স ছিল বাংলার ফুটবল দলের। পুরনো সমস্ত হতাশা ভুলে গিয়ে সেবার দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সঞ্জয় সেনের ছেলেরা। ফাইনাল…

Santosh Trophy Champions bengal team

গতবার সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) অনবদ্য পারফরম্যান্স ছিল বাংলার ফুটবল দলের। পুরনো সমস্ত হতাশা ভুলে গিয়ে সেবার দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সঞ্জয় সেনের ছেলেরা। ফাইনাল ম্যাচে কেরালা দলকে পরাজিত করে ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার ছেলেরা। গোল পেয়েছিলেন রবি হাঁসদা। সেই নিয়ে মাতোয়ারা ছিল বঙ্গবাসী। এবার সেই টুর্নামেন্ট নিজেদের ঘরে রেখে দেওয়াই প্রধান চ্যালেঞ্জ সকলের। কিন্তু এবারের এই টুর্নামেন্টে তাদের বিপক্ষে খেলতে নামবে বাংলার ছেলেরা।

Advertisements

অবশেষে সামনে আসলো সেই সূচি। সেই অনুযায়ী হাতে মাত্র কয়েক সপ্তাহ। তারপরেই নিজেদের অভিযান শুরু করবে বাংলার ফুটবল দল। আগামী ২১শে জানুয়ারি তাঁদের প্রথম ম্যাচ। যেখানে তাঁদের লড়াই করতে হবে নাগাল্যান্ডের ফুটবল দলের বিপক্ষে। তারপরে হাতে একদিন বিশ্রাম। আগামী ২৩শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে তাঁদের দ্বিতীয় ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উত্তরাখান্ড। একদিন পর ফের ম্যাচ। আগামী ২৫শে জানুয়ারি তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী রাজস্থানের বিপক্ষে। ‌

   

সেই ম্যাচের পরেই দিন কয়েক বিরতির পর চতুর্থ ম্যাচ। ২৮শে জানুয়ারি তাঁদের লড়তে হবে তামিলনাড়ুর সাথে। তারপর শেষ ম্যাচ ৩০শে জানুয়ারি। যেখানে তাঁদের লড়াই করতে হবে আসামের বিপক্ষে। যতদূর জানা গিয়েছে, দুপুর ১ টা বেজে ৩০ মিনিট থেকে শুরু হবে অধিকাংশ ম্যাচ। তবে অসমীয়া দলের বিপক্ষে বদলাতে পারে সময়। তারপর সূচি অনুসারে আগামী ৮ই ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল।

Advertisements