নিজের লক্ষ্যে অবিচল থাকতে চান সঞ্জয় সেন

Sanjoy Sen Announces Bengal Squad for Santosh Trophy

সায়ন সেনগুপ্ত: গতবার বাংলা দলকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছিলেন সঞ্জয় সেন (Sanjoy Sen)। যারফলে প্রায় আট বছর পর এই খেতাব ফিরে এসেছে রবি হাঁসদা’দের হাত ধরে। বছরের শেষ দিনে খুশির আমেজ দেখা দিয়েছিল বঙ্গের ফুটবলপ্রেমীদের মধ্যে। সামনেই নতুন মরসুম। এবার ও এই বাঙালি কোচের উপরেই ভরসা রেখেছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন। আজ আইএফএ এর কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উঠে আসে এই সিদ্ধান্ত। যেখানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় থেকে শুরু করে সচিব অনির্বাণ দত্ত সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Advertisements

যদিও এটা খুব একটা অপ্রত্যাশিত ছিল না। আগেরবার চূড়ান্ত সাফল্য পাওয়ার দরুন প্রথম থেকেই এবার হট ফেভারিট ছিলেন সঞ্জয় সেন (Sanjoy Sen)। স্বাভাবিকভাবেই তাঁর হাতে থাকল দায়িত্ব। তবে এই নিয়ে খুব একটা ভাবতে নারাজ ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ। বাংলার ফুটবল সংস্থার এই সিদ্ধান্তের প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ ছেলেরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল, তাই গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার ও নিজের দায়িত্ব পালন করে যাব। এবার ও আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।’ তবে চ্যাম্পিয়নের ট্যাগ গায়ে লাগলে দায়িত্ব অনেক বেড়ে যায়, এই চাপ কীভাবে সামলাবেন বা এই ছন্দ বজায় রাখা কতটা চ্যালেঞ্জিং সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ জীবনে চাপ থাকবেই। তবে নিজেদের কাজটা করে যেতে হবে।’

   
Advertisements

তারপর এবারের কলকাতা লিগের তিন প্রধানের বাইরে অন্যান্য দল গুলির প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অন্যান্য দল গুলি যথেষ্ট ভালো খেলেছে। কাস্টমস ভালো খেলেছে, ইউনাইটেড স্পোর্টস ভালো খেলেছে,সুরুচি ভালো খেলেছে এরকম অনেক গুলো দল ভালো খেলেছে।’ সেক্ষেত্রে নতুন চমকের কথা জিগ্যেস করা হলে তিনি বলেন, ‘ চমকের ব্যাপার নেই। আমি আজ সবে দায়িত্ব পেয়েছি। সুতরাং দেখা যাক একটু সময় পাই তারপর বিশদভাবে দেখা যাবে।’