এই নতুন সপ্তাহে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের পরবর্তী ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কাবিয়েরার বাংলাদেশ। হিসাব অনুযায়ী এটি নিয়মরক্ষার ম্যাচ হলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে উভয় দল। এএফসি এশিয়ান কাপের গ্ৰুপ পর্বের টেবিল অনুযায়ী দেখলে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে উভয় দেশ। এই পরিস্থিতিতে পরবর্তী রাউন্ডে যাওয়া সম্ভব নয়। তবুও নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া সকলে। সেইমতো প্রস্তুতি নিচ্ছে উভয় দল।
এই ম্যাচ খেলার উদ্দেশ্যে গত পরশুদিন বাংলাদেশের রাজধানী তথা ঢাকায় পৌঁছেছে ভারতীয় ফুটবল দল। সেখানেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে দুই দেশ। কিন্তু তাঁর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুফের আতিথিয়তায় যথেষ্ট খুশি ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। তিনি বলেন, ‘এখন পর্যন্ত, আমরা এখানে ভালো অনুভব করছি। আমরা আসার পর থেকে উষ্ণ আতিথেয়তার জন্য বাংলাদেশ ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা সত্যিই সদয় এবং সহায়ক হয়েছে।’
আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমরা কেবল খেলার সময় আমাদের সেরাটা সামনে রাখার দিকে মনোনিবেশ করি। খেলাধুলা এমন একটি জিনিস যা মানুষকে ঐক্যবদ্ধ করে, এবং আমি আশা করি এই ম্যাচটি ও ঐক্যবদ্ধ হতে পারে এবং একটি ভালো অনুভূতি বয়ে আনতে পারে।’ উল্লেখ্য, গত মার্চ মাসে প্রথম লেগে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফল নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁদের।
বেশ কয়েকবার গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেননি হামজা চৌধুরী থেকে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতেরা। সেই সমস্ত ভুল ত্রুটি শুধরে এখন জয় ছাড়া কিছুই ভাবছেন না উভয় দলের ফুটবলাররা। শেষ পর্যন্ত আদৌও কাদের জয় নিশ্চিত হয়ে সেটাই দেখার বিষয়।


