অনিশ্চয়তায় দেশের ক্লাব ফুটবল, মুখ খুললেন সন্দেশ ঝিঙ্গান

Sandesh Jhingan prepares FC Goa to Face Al Nassr in AFC Champions League Two on 22 October

গত বছর পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগ এফএসডিএল পরিচালনা করলেও এবার ভিন্ন পরিস্থিতি। প্রথম থেকেই যথেষ্ট নিষ্ক্রিয় থেকেছে তারা। যারফলে গত কয়েক মাস ধরেই আইএসএল নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। ফেডারেশনের পরিকল্পনা অনুযায়ী গত ৫ই নভেম্বর পর্যন্ত বিড জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করলেও তা কার্যকর হয়নি। তবে পরবর্তীতে একাধিক সংস্থার অনুরোধে ফেডারেশনের টেন্ডার কমিটি ডেডলাইন পিছিয়ে তা ৭ই নভেম্বর পর্যন্ত তা বাড়িয়ে দিলে ও কাজের কাজ কিছুই হয়নি। আগ্ৰহ দেখায়নি কোনও সংস্থা। যায়ফলে এখনও গভীর অন্ধকারে আইএসএলের ভবিষ্যত।

Advertisements

এই বছর আদৌও এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে কিনা সেটাই দেখার। সেই নিয়ে ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল সাইট থেকে নানা মন্তব্য করতে দেখা গিয়েছে একাধিক তারকা ফুটবলারদের পাশাপাশি আন্তোনিও লোপেজ হাবাসকে। এবার দেশের ফুটবল লিগের অনিশ্চিত ভবিষ্যত প্রসঙ্গে মুখ খুললেন জাতীয় দলের অন্যতম তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও আপলোড করেন সন্দেশ (Sandesh Jhingan)। যেখানে তিনি বলেন, ‘ আমরা এখন কোথায় আছি। সেটা আর বলার অপেক্ষা রাখে না। সকল সমর্থকদের পাশাপাশি সাপোর্টিং স্টাফ, কোচ, খেলোয়াড় সহ সকল ব্যক্তিবর্গ যারা ভারতীয় ফুটবলের জন্য সক্রিয় ভূমিকা রেখে আসছে। সকলেই যথেষ্ট পরিশ্রম করে থাকে। কিন্তু নিঃসন্দেহে আমাদের মরসুম শেষের দিকে এগোচ্ছে।’

   
Advertisements

আরও বলেন, ‘ এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ফুটবলের পরিকাঠামো। দেশের সমস্ত ক্লাব গুলির পাশাপাশি অ্যাকাডেমি গুলি যথেষ্ট অনিশ্চিয়তার মধ্যে দিয়ে এগোচ্ছে। অনেকের পরিকল্পনা স্তব্ধ হয়ে গিয়েছে। বেতন সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। তবে আমি কারুর দিকে আঙুল তোলার জন্য এই ভিডিওটি করিনি। এখন সময় এসেছে একত্র হওয়ার। খুব শীঘ্রই সিদ্ধান্তে আসা প্রয়োজন। যাতে ভারতীয় ক্লাব ফুটবলের সিজন শুরু করা যায়। আমরা প্রতিদিন সুখবরের অপেক্ষায় রয়েছি। কারণ এই খেলার মধ্যে দিয়েই আমাদের সকলের বেঁচে থাকা।’ তাঁর এই মন্তব্য যথেষ্ট নজর কাড়ছে নেটিজেনদের।