চলতি মরসুমের শুরুতেই সন্দীপ নন্দীর (Sandeep Nandi) হাতে দায়িত্ব তুলে দিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেই অনুযায়ী ময়দানের এই প্রধানের গোলরক্ষক কোচের ভূমিকায় দেখা গিয়েছিল এই প্রাক্তন বাঙালি ফুটবলারকে। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই সম্পর্ক। এবারের আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের পর থেকেই দলের হেড কোচ অস্কার ব্রুজোর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সরগরম হয়ে উঠেছিল ফুটবল মহল। যারফলে পরবর্তীতে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন সন্দীপ (Sandeep Nandi)। তবে বেশিদিন অপেক্ষা করতে হল না তাঁকে। এবার নতুন দায়িত্ব পেলেন এই তারকা।
জানা গিয়েছে, এবার অনূর্ধ্ব -২৩ জাতীয় দলের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পেলেন সন্দীপ নন্দী (Sandeep Nandi)। হ্যাঁ ঠিকই শুনেছেন। কিছুক্ষণ আগেই সামনে এসেছে সেই তথ্য। সেই নিয়ে নিঃসন্দেহে খুশি দেশের ফুটবলপ্রেমীরা। যারফলে এবার থেকে নৌসাদ মুসার সঙ্গে দেশের যুব দলের কাজ করতে দেখা যাবে ময়দানের এই প্রাক্তন তারকাকে। আসন্ন থাইল্যান্ড সফরে দলের দায়িত্বে থাকতে চলেছেন সন্দীপ (Sandeep Nandi)। আগামী ১৫ই নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে ভারতের অনূর্ধ্ব -২৩ ফুটবল দল।
সেইমতো গত কয়েকদিন আগেই ২৫ জন ফুটবলারদের একটি নির্বাচিত তালিকা প্রকাশ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যেখানে নৌসাদ মুসার পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দল থেকে ডাকা হয় খেলোয়াড়দের। উল্লেখ্য, এবারের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ গুলিতে ও দারুন ছন্দে দেখা গিয়েছিল ভারতীয় ফুটবল দলকে। শেষ পর্যন্ত কোয়ালিফাই করা সম্ভব না হলেও সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সকলের।


