গত ২০২৩ সাল থেকেই বেঙ্গালুরু এফসির হয়ে খেলে আসছেন রায়ান উইলিয়ামস (Ryan Williams)। শেষ কয়েক সিজনে অনবদ্য ফুটবল খেলেও চূড়ান্ত সাফল্য পায়নি কর্নাটকের এই ফুটবল ক্লাব। এমনকি গতবার হাতছাড়া হয়েছিল আইএসএলের লিগ কাপ। সেই নিয়ে যথেষ্ট হতাশা ছিল সমর্থকদের মধ্যে। তবে একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই অস্ট্রেলিয়ান তারকা। তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। স্বাভাবিকভাবেই এই নতুন মরসুম শুরু হওয়ার আগে তাঁকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছিল টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব।
কিন্তু সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রায়ানকে দলে রাখার কথা জানিয়ে দিয়েছিল বেঙ্গালুরু এফসি। গতবারের হতাশা ভুলে এবার ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্যের সরণিতে ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে এই তারকা ফরোয়ার্ডের। এমনকি এবারের সুপার কাপের শুরুতেও রায়ানের পারফরম্যান্স নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করেছিল জেরার্ড জারাগোজার ছেলেদের। চূড়ান্ত সাফল্য না আসলেও পরবর্তী টুর্নামেন্ট গুলিতে ভালো পারফরমেন্স করতে চাইবেন সকলে। তবে এবার শুধুমাত্র ক্লাব ফুটবল নয়। এবার জাতীয় দলের হয়ে খেলার হাতছানি রায়ানের।
পূর্বেই জানানো হয়েছে সেই বিষয়টি। বৃহস্পতিবার সকাল থেকেই নানা সংবাদ মাধ্যমে উঠে আসতে শুরু করেছিল এটি। এবার নিজের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিলেন তারকা ফুটবলার। যেখানে ভারতীয় ফুটবল দলের অন্যতম তারকা তথা বেঙ্গালুরু এফসির সতীর্থ সুনীল ছেত্রীর সঙ্গে একটি কথোপকথনের ভিডিও আপলোড করে ভারতীয় পাসপোর্ট পাওয়ার বিষয়টি জানান এই দাপুটে ফুটবল। যা নিঃসন্দেহে মন জয় করেছে দেশের ফুটবলপ্রেমীদের। জানা গিয়েছে একটা সময় সুনীল ছেত্রীর কাছেই ভারতীয় দলের হয়ে খেলার কথা জানিয়েছিলেন তিনি।
View this post on Instagram
পরবর্তীতে সেটি নজরে আসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ এর। যারফলে এবার ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন এই তারকা ফুটবলার। তবে এখনই মাঠে নামতে পারবেন না রায়ান। আন্তর্জাতিক ছাড়পত্র হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। তারপরে জাতীয় দলের হয়ে খেলতে বাঁধা থাকবে না রায়ান উইলিয়ামসের।


