২০২৩ সাল থেকেই বেঙ্গালুরু এফসির হয়ে খেলে আসছেন রায়ান উইলিয়ামস (Ryan Williams)। শেষ কয়েক সিজনে অনবদ্য ফুটবল খেলেও চূড়ান্ত সাফল্য পায়নি কর্নাটকের এই ফুটবল ক্লাব। এমনকি গতবার হাতছাড়া হয়েছিল আইএসএলের লিগ কাপ। সেই নিয়ে যথেষ্ট হতাশা ছিল সমর্থকদের মধ্যে। তবে একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই অস্ট্রেলিয়ান তারকা। তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। ট্রান্সফার উইন্ডোতে তাঁকে নিয়ে অন্যান্য দলগুলির আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত ধরে রাখে বেঙ্গালুরু।
এবারের সুপার কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইব্রেকারে ম্যাচ গেলেও রায়ান উইলিয়ামসের মিস ছিটকে দিয়েছিল আইএসএল জয়ী ফুটবল দলকে। সেই নিয়ে যতটা হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে, পরের দিন এই ফুটবলারকে নিয়ে অধিক বেশি খুশি হতে দেখা গিয়েছিল দেশের ফুটবলপ্রেমীদের। সামনে এসেছিল এক নয়া তথ্য। জানা যায় এবার থেকে বেঙ্গালুরুর পাশাপাশি ভারতের জাতীয় দলের হয়ে ও খেলতে দেখা যাবে এই ফুটবলারকে। সেই সময় নিজের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছিলেন এই তারকা ফুটবলার।
তাঁর ভারতীয় নাগরিকত্ব লাভ করায় যথেষ্ট খুশি ছিল সকলে। পরবর্তীতে জাতীয় শিবিরেও দেখা গিয়েছিল এই ফুটবলারকে। এমনকি গত ম্যাচে অন্যান্য ফুটবলারদের পাশাপাশি তাঁকে ও বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন কোচ খালিদ জামিল। কিন্তু মাঠে নামানো সম্ভব হয়নি। এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক ছাড়পত্র। অবশেষে তাঁকে সম্মতি দিয়েছে বিশ্ব ফুটবল সংস্থা তথা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার। যারফলে বর্তমানে ভারতীয় ফুটবল দলের জার্সিতে মাঠে নামতে আর বাঁধা নেই রায়ান উইলিয়ামসের। সে নিয়ে যথেষ্ট উচ্ছসিত সকলে। কিন্তু গত ম্যাচে বাংলাদেশের কাছে লজ্জাজনক হার যথেষ্ট প্রশ্নের মুখে রেখেছে খালিদকে।


