আগামী ৪ঠা ডিসেম্বর রাতে সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামবে এফসি গোয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি (Ritwik Tiwari Super Cup Semifinal)। এখন এই ম্যাচের দিকে ব্যাপক নজর রয়েছে প্রত্যেকের। উল্লেখ্য, গতবার খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই খেতাব জয় করেছিল মানোলো মার্কেজের ছেলেরা।
স্বাভাবিকভাবেই এবার নিজেদের শহরে আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট। গতবারের মতো এবারও এই খেতাব জয় করার পাশাপাশি শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ মানোলোর ছেলেদের। লড়াইতে যে একেবারেই সহজ নয় সেটা বলাই চলে। তাই সবদিক মাথায় রেখেই ফুটবলারদের তৈরি করেছেন জাতীয় দলের এই প্রাক্তন কোচ।
শীঘ্রই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে K-4 ক্ষেপণাস্ত্রে সজ্জিত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন
এবারের এএফসির টুর্নামেন্টে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও বিদেশি দল গুলির বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা কাজে লাগিয়েই এই সর্বভারতীয় খেতাব জয় করতে মরিয়া বোরহা হেরেরা থেকে শুরু করে ইকের গ্যারেক্সোনারা। এবার সেমিফাইনালে মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা গেল এফসি গোয়া দলের গোলরক্ষক ঋত্বিক তিওয়ারিকে।
বেশকিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে দলের হয়ে বিদেশের মাটিতে খেলতে নামার বেশকিছু ছবি আপলোড করেন এই ফুটবলার। সেখানে তিনি ক্যাপশন হিসেবে লেখেন, ‘প্রতিটি ম্যাচই আপনাকে কিছু না কিছু শেখায়। সুতরাং ইতিবাচক দিকগুলো গ্রহণ করা উচিত।’
অর্থাৎ এএফসির ম্যাচের ব্যর্থতা ভুলে এবার সুপার কাপে নিজেদের সেরাটা বজায় রাখতে বদ্ধপরিকর এই ভারতীয় ফুটবলার। তবে মুম্বাই সিটি এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়া যে একেবারেই সহজ হবে না সেটা ও ভালো করেই আন্দাজ করতে পাচ্ছেন ঋত্বিক।
উল্লেখ্য, গত ফুটবল মরসুমে ও যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল মানোলোর ছেলেদের। বিশেষ করে দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে চূড়ান্ত সাফল্য না আসলেও সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ছিল সকলেই।
যারফলে সেবার ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর এই কাপ টুর্নামেন্টকে পাখির চোখ করেছিলেন কোচ। শেষ পর্যন্ত জামশেদপুর এফসিকে টেক্কা দিয়ে দ্বিতীয়বারের জন্য এই ট্রফি এসেছিল ঘরে। সেটাই বজায় রাখার চ্যালেঞ্জ গোয়ান শিবিরের কাছে।

