এলচের কাছে হার বাঁচিয়েছে রিয়াল, চিন্তায় রাখছে রক্ষণভাগ

real-madrid-draw-elche-defensive-concerns-la-liga-2025

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে সিজন শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। একের পর এক ম্যাচে সহজেই এসেছিল জয়। এমনকি তাঁদের কাছে ধাক্কা খেয়েছিল হান্সি ফ্লিকের বার্সেলোনা। সপ্তাহ কয়েক আগের সেই জয় নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।

Advertisements

কিন্তু কি হল হঠাৎ জাভির ছেলেদের? গত কয়েক ম্যাচ ধরে যেন একেবারেই ছন্দ হারিয়ে ফেলেছে পনেরো বারের ইউসিএল জয়ীরা। বর্তমানে সেই নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন ফুটবল অনুরাগীরা। শেষ তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেনি কিলিয়ান এমবাপ্পেরা। অবাক লাগলেও এটাই সত্যি। তাও আবার লা লিগার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল গুলির বিরুদ্ধে।

   

ইলেকট্রিক হেভি ওয়েট টর্পেডোতে আধুনিক হোমিং রিসিভার স্থাপন করছে ডিআরডিও

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে পরাজিত হতে হয়েছিল জাভি আলোন্সোর ছেলেদের। গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা ম্যাকালিস্টার। সেই হারের রেশ থেকে গিয়েছে লা লিগায়। সূচি অনুযায়ী এবার এলচের বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। যেখানে প্রথমার্ধে অনবদ্য ফুটবল খেললেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই।

তবে দ্বিতীয়ার্ধে বহু প্রতীক্ষিত গোল আসলেও তা এলিচের তরফে। চতুর্থ কোয়ার্টারের মাঝামাঝি সময় প্রতি আক্রমণে উঠে এসেছিল এলিচ। রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া বল আটকানোর জন্য এগিয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। অনায়াসেই ব্যাকহিল করে বল গোলে ঠেলে দিয়ে যান আলেশ ফেবাস।

Advertisements

যদিও কিছু সময়ের মধ্যেই সমতায় ফিরে আসে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় ভেসে আসা বল লক্ষ্য করে শট নেন হুসেইন। সেই কর্নার থেকেই আসে রিয়ালের সমতায় ফেরার গোল। কিন্তু মিনিট ছয়েক পরেই ফের গোল করে এগিয়ে যায় প্রতিপক্ষ ফুটবল দল।

এবার ৮৪ মিনিটের মাথায় গোল করে যান আলভারো রদ্রিগেজ। এবার সমতায় ফিরতে একেবারেই সময় লাগেনি এই স্প্যানিশ জায়ান্টদের। ৮৭ মিনিটের মধ্যেই দলকে ফের ম্যাচে ফেরান ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। তারপর থেকেই জয়সূচক গোল তুলে নিতে তৎপর ছিল রিয়াল মাদ্রিদ। সেইমতো আক্রমণে উঠে আসছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

তাঁকে ফাউল করেই পরবর্তীতে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। যারফলে দশজনে হয়ে গিয়েছিল এলচে। কিন্তু তারপরেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। টানা দ্বিতীয়বার দল পিছিয়ে থাকার পর সমতায় ফিরলে ও এবার দলের রক্ষণভাগ নিঃসন্দেহে চিন্তায় রাখছে জাভি আলোন্সোকে।