অফ-কালার ইয়ামাল, বার্নাব্যুতে বার্সা বধ এমবাপ্পে-বেলিংহ্যামদের

real-madrid-barcelona-el-clasico-2025-mbappe-bellingham-2-1-victory

বৃথা লড়াই বার্সেলোনার। রেফারির লম্বা বাঁশি বাজতেই মরসুমের প্রথম এল ক্লাসিকো (El Clásico ) জয়ে মাতলেন জাভি আলোন্সোর ছেলেরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সান্তিয়াগো বার্নাব্যুতে হাইভোল্টেজ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেল রিয়াল শিবির। দলের হয়ে এদিন গোল পান কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহ্যাম। অন্যদিকে বার্সার হয়ে ফেরমিন লোপেজ গোল করে একবার দলকে সমতায় আনলেন শেষ রক্ষা হয়নি। বেলিংহ্যামের গোল বদলে দেয় সমস্ত কিছু।

Advertisements

এই জয়ের সুবাদে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে বাদশা ফুটবলাররা আত্মবিশ্বাসের তুঙ্গে থাকলেও ম্যাচে দেখা ম্যাচে দেখা যায় অন্য ছবি। প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা যায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের। প্রথমদিকে পেনাল্টির সিদ্ধান্ত আসলেও ভিএআর প্রযুক্তির সহায়তায় বদলে যায় সিদ্ধান্ত। তারপরেও বল জালে জড়িয়ে ছিল দল। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অফসাইড। তবে এত কিছুর পরেও দমেনি দলের আক্রমণভাগ। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই ‌ আক্রমণের ঝড় তুলতে শুরু করে জাভির ছেলেরা।

তারপর ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে চলে আসে প্রথম গোল। এবার জুড বেলিংহ্যামের অনবদ্য পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়ে যান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেই গোল হজম করার কিছুক্ষণ পর থেকে প্রতি আক্রমণে উঠতে শুরু করে বার্সা। ৩৯ মিনিটের মাথায় ফেরমিনের দৌলতে সমতায় ফেরে বার্সেলোনা। ফলাফল ছিল ১-১ গোল। কিন্তু ৪৩ মিনিটের মাথায় বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধের শেষে বজায় ছিল এই ব্যবধান। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল তুলে নিতে তৎপর ছিল উভয় শিবির। ভিনিসিউস জুনিয়র থেকে শুরু করে রদ্রিগোর মতো ফুটবলাররা বেশ কয়েকবার গোলের পরিস্থিতি তৈরি করলেও কাজের কাজ কিছুই হয়নি।

Advertisements

দ্বিতীয়ার্ধে আরও একবার অফসাইডের ফাঁদে পড়তে হয়েছিল রিয়ালের ফুটবলারদের। তারপরেও থামেনি আক্রমণ। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানেই আসে জয়।