সপ্তাহ খানেক পরেই শুরু হতে চলেছে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট। সুপার কাপ। যার অপেক্ষায় দেশের সকল ফুটবল অনুরাগীরা। সেইমতো কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের গ্ৰুপ বিন্যাস। যেখানে এবার গ্ৰুপ ‘এ’তে স্থান পেয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান। তথা ইস্টবেঙ্গলে ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও বাকি দুইটি দলের মধ্যে স্থান পেয়েছিল অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি ও আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব রিয়াল কাশ্মীর এফসি (Real Kashmir)। অর্থাৎ গত ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ড ফাইনালের পর এবার সুপার কাপের গ্রুপ পর্বে ও এবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে সকলে।
Also Read | Super Cup 2025: কবে ও কাদের বিপক্ষে খেলতে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান
পাশাপাশি আইএসএলের আরেক শক্তিশালী দল চেন্নাইয়িন এফসি সহ আইলিগের রিয়াল কাশ্মীরের (Real Kashmir) মতো দলের সঙ্গে ও লড়াই করতে হত দুই প্রধানকে। কিন্তু এবার সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল আইলিগের এই ফুটবল ক্লাব। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে বিশাল অঙ্কের অর্থ খরচের পাশাপাশি এখনও পর্যন্ত দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইলিগের দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় মূলত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল ম্যানেজমেন্ট। আজ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইটে সেই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে কাশ্মীরের এই ফুটবল দল।
Also Read | Super Cup 2025: সুপার কাপে কার্যত অনিশ্চিত এই ফুটবল ক্লাব
যেখানে বলা হয়েছে , ” অনিবার্য পরিস্থিতির কারণে রিয়াল কাশ্মীর এফসি (Real Kashmir) আনুষ্ঠানিকভাবে এআইএফএফ এর সুপার কাপ ২০২৫ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। আমাদের বিদেশি খেলোয়াড়রা সময়মতো তাঁদের ভিসা পেতে পারেনি, যারফলে তাঁদের ভারতে আসার ক্ষেত্রে এবং প্রাক-মরসুম ক্যাম্পে অংশগ্রহণ বিলম্বিত হয়েছিল। এক্ষেত্রে প্রশিক্ষণের জন্য সীমিত সংখ্যক দেশীয় ফুটবলার উপস্থিতির কারণে, এত মর্যাদাপূর্ণ জাতীয় প্রতিযোগিতার প্রয়োজনীয় স্তরে প্রস্তুতি নেওয়া এবং প্রতিযোগিতা করা অবাস্তব হয়ে পড়েছিল। এই পরিস্থিতিগুলি ক্লাবের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতি তাঁদের অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। “
সেইসাথে আরও বলা হয়েছে , যে ক্লাবটি এখন আসন্ন আই-লিগ সিজন ২০২৫-২৬ জন্য নিজেদের প্রস্তুত করতে শুরু করবে। কিন্তু রিয়াল কাশ্মীরের (Real Kashmir) পরিবর্তে কে আসবে এবারের এই সুপার কাপে ? এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।