নতুন ইতিহাস গড়লেন ভারতীয় ফুটবলার রণফতে সিং (Ranfateh Singh)। মাত্র ১৭ বছর বয়সে তিনি পা রাখলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ক্লাব সান হোসে আর্থকোয়েকস (San Jose Earthquakes)-এ। এই চুক্তি ভারতীয় ফুটবলের জন্য এক বিশাল সাফল্য, যা তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনোর পথ আরও প্রশস্ত করল।
রণফতে সিং মূলত একজন উইঙ্গার। গত মৌসুমে যুব লিগে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। তিনি একাই করেছেন ২০ গোল এবং ১২টি অ্যাসিস্ট, যা মার্কিন যুব দলগুলির নজরে আসে। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স দেখে ক্লাবের কোচরা মুগ্ধ হন এবং তাঁকে U-18 দলের জন্য নির্বাচিত করেন।
মেজর লিগ সকার (MLS)-এ ভারতীয় ফুটবলারদের উপস্থিতি এখনও বিরল। ফলে রণফতের এই যোগদান ভারতীয় ফুটবলের সম্ভাবনা ও প্রতিভার নতুন প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মধ্যে থেকে রণফতে নিজেকে আরও উন্নত করে তুলতে পারবেন।
ভারতের ফুটবল মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্ছ্বাস। বিশেষত যুব ফুটবলাররা অনুপ্রাণিত হচ্ছেন তাঁর এই সাফল্যে। ফুটবলপ্রেমীরা আশা করছেন, ভবিষ্যতে রণফতে সিং সিনিয়র দলে জায়গা করে নিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টেও ঝলক দেখাবেন। এই চুক্তি শুধু এক তরুণ প্রতিভার স্বপ্নপূরণ নয়, বরং ভারতীয় ফুটবলের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক স্বীকৃতির দিকেও বড় পদক্ষেপ।
🇮🇳 🇺🇸 | Indian winger Ranfateh Singh has signed with @MLS club San Jose Earthquakes.
The 17-year-old impressed the youth-team coaches, leading him to be selected for the U-18s team. He had 20 goals and 12 assists in the youth leagues last season!
BIG NEWS FOR #IndianFootball 🔥 pic.twitter.com/wlwyLTa5Bh
— Best of Indian Football (@IndianFootyBest) October 30, 2025



