ভিনিল পূজারিকে নিয়ে আশাবাদী কমল সিং সারোহা

rajasthan-united-vinil-poojary-signing-kamal-singh-saroha-reaction

বিগত কয়েক মাস ধরে দল বদলের বাজারে বারংবার উঠে আসতে শুরু করেছিল রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United FC) নাম। পরবর্তীতে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও দল গঠনে যথেষ্ট সক্রিয় থেকেছে আইলিগের এই দলটি। বিশেষ করে গত কয়েক সপ্তাহে একের পর এক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে ছিলেন নাওরেম তন্ডোম্বা সিং থেকে শুরু করে জেমস কিথান নামিলের মতো একাধিক দাপুটে ফুটবলার। গত মরসুমে ব্যাপক শক্তিশালী দল নিয়ে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছিল এই ক্লাব। সেই ধাক্কা কাটিয়ে এবার সাফল্য পেতে বদ্ধপরিকর রাজস্থান (Rajasthan United FC)।

Advertisements

সেইমতো নিজেদের ঘর সাজাতে শুরু করেছিল জয়পুরের এই দলটি। সেক্ষেত্রে নতুন ফুটবলারদের পাশাপাশি এবার গতবারের বেশকিছু ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট। রক্ষণভাগের ফুটবলারদের পাশাপাশি তিন কাঠির দায়িত্ব পালন করার ক্ষেত্রে ও নিজেদের পুরনো ফুটবলারদের উপর ভরসা রেখেছে এই ক্লাব। যেখানে শোনা যাচ্ছিল ভবীন্দ্র মল্লা ঠাকুরি সহ জেমস কিথানের মতো ফুটবলারদের কথা। তবে বর্তমানে সুপার কাপে নিজেদের যাত্রা শেষ করে ফেললে ও এখনও শোনা যাচ্ছে বেশকিছু ফুটবলারদের নাম।

   
Advertisements

গতকাল নিজেদের সোশ্যাল সাইট থেকে ভিনিল পূজারির যোগদানের কথা জানিয়ে দেয় রাজস্থান ইউনাইটেড (Rajasthan United FC)। পূর্বে চার্চিল ব্রাদার্স থেকে শুরু করে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু সহ দিল্লি এফসির হয়ে খেলতে দেখা গিয়েছিল মহারাষ্ট্রের এই ফুটবলারকে। এবার তাঁর উপর ভরসা রেখেছে রাজস্থান ইউনাইটেড। নিজেকে এই নতুন দলে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়। এই প্রসঙ্গে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় দলের ডিরেক্টর কমল সিং সারোহাকে। তিনি বলেন, ‘ রাজস্থান ইউনাইটেড এফসিতে (Rajasthan United FC) ভিনিলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সে অসাধারণ প্রতিভাবান, দক্ষ উইঙ্গার এবং সঠিক মনোভাবের অধিকারী একজন খেলোয়াড়, আমাদের ক্লাবের দর্শন এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে পুরোপুরি খাপ খায়। আশা করি ও নিজেকে প্রমাণ করবে।’