শেষ আইলিগ মরসুমটা একেবারেই ভালো যায়নি রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United FC)। প্রথমেই পরাজিত হতে হয়েছিল রিয়াল কাশ্মীরের কাছে। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নামধারী এফসির বিপক্ষে দল ঘুরে দাঁড়ালেও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। আত্মবিশ্বাস তলানিতে ঠেকতে খুব একটা সময় লাগেনি। পরবর্তীতে ফের আটকে যেতে হয় একের পর এক দুইটি ম্যাচে। এক্ষেত্রে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল শ্রীনিধি ডেকানের পাশাপাশি শিলং লাজং এফসির মতো দলের কাছে। সময়ের সাথে সাথে নিজেদের পুরনো ছন্দে ফেরার পরিকল্পনা নিয়ে মাঝে ডেম্পোকে আটকে দিয়েছিল রাজস্থান (Rajasthan United FC)।
যদিও পরবর্তীতে বজায় ছিল না সেই ছন্দ। আইজল ম্যাচ থেকে ফের দেখা দিয়েছিল তথৈবচ পরিস্থিতি। মাঝে শক্তিশালী রিয়াল কাশ্মীর দলকে আটকে দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগের প্রথম তিনে উঠে আসার লড়াইয়ে নিজেদের পথ প্রশস্ত করার ভাবনা থাকলেও সেই আশা কার্যত নিরাশায় পরিনত করে দিয়েছিল চার্চিল ব্রাদার্স। তারপর গোকুলাম ম্যাচ। সেখানে ও পিছু নেয় সেই হতশ্রী পারফরম্যান্স। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের অন্যান্য দলগুলি তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল রাজস্থানের (Rajasthan United FC) এই ফুটবল দল। যারফলে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করে এই ফুটবল ক্লাব।
কিন্তু সেইসব এখন অতীত। দলের এমন হতাশাজনক পারফরম্যান্স ভুলে আগামী সিজনে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য সকলের কাছে। সেইমত বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United FC)। এক্ষেত্রে মূলত দলের তরুণ ফুটবলারদের দিকেই বাড়তি নজর ছিল সকলে। যার মধ্যে এবার বারংবার উঠে আসতে শুরু করেছে থমিও শিমরে সহ তন্ডোমা সিংয়ের মতো ফুটবলারদের নাম। ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন সেই সমস্ত ফুটবলার। কিন্তু সেখানেই শেষ নয়। রয়ে গিয়েছে আরও চমক। এবার আর ও এক ভারতীয় প্রতিভাকে দলের সঙ্গে যুক্ত করল আইলিগের এই দল।
তিনি অথর্ব দান্ডেকর। এবার বছর পঁচিশের এই ডিফেন্ডারকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করল ম্যানেজমেন্ট। পূর্বে কেকড়ে এফসি থেকে শুরু করে আইরন বর্ন এফসির মতো একাধিক ফুটবল ক্লাবে খেলেছেন এই সেন্টার ব্যাক। এবার দেশের দ্বিতীয় ডিভিশনের লিগে নিজেকে মেলে ধরতে চান অথর্ব।