শেষ কয়েক মাস ধরে দল বদলের বাজারে বারংবার উঠে আসতে শুরু করেছিল রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United FC) নাম। পরবর্তীতে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও দল গঠনে যথেষ্ট সক্রিয় থেকেছে আইলিগের এই দল। গত কয়েক সপ্তাহে একের পর এক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে ছিলেন নাওরেম তন্ডোম্বা সিং থেকে শুরু করে জেমস কিথান সহ একাধিক দাপুটে ফুটবলার। বলাবাহুল্য, গত মরসুমে ব্যাপক শক্তিশালী দল নিয়ে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছিল এই ক্লাব।
Also Read | ভবীন্দ্রকে নয়া মরসুমের জন্য ধরে রাখল রাজস্থান ইউনাইটেড
সেই ধাক্কা কাটিয়ে এবার সাফল্য পেতে বদ্ধপরিকর রাজস্থান (Rajasthan United FC)। সেইমতো নিজেদের ঘর সাজাতে শুরু করেছিল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United FC)। সেক্ষেত্রে নতুন ফুটবলারদের পাশাপাশি এবার গতবারের বেশকিছু ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে আইলিগের এই দল। রক্ষণভাগের ফুটবলারদের পাশাপাশি তিন কাঠির দায়িত্ব পালন করার ক্ষেত্রে ও নিজেদের পুরনো ফুটবলারদের উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী চুক্তি বাড়ানো হয়েছিল ভবীন্দ্র মল্লা ঠাকুরি সহ জেমস কিথানের মতো ফুটবলারদের সাথে। তবে শুধুমাত্র ভারতীয় ফুটবলার নয়।
Also Read | রো-কো জুটির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আগরকর, কী বললেন নির্বাচকপ্রধান?
নয়া বিদেশি ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে ও থেকেছে চমক। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে এক ঘানাই মিডফিল্ডারের নাম। তিনি আব্দুল হালিক হুডুকে। একটা সময় নিজের দেশের ফুটবল ক্লাব ইন্টার অ্যালাইজ থেকে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ ঘটেছিল এই তারকার। পরবর্তীতে লিংবি থেকে শুরু করে হ্যামরের মতো দলের হয়ে ও খেলেছিলেন এই মিডফিল্ডার। পাশাপাশি জাতীয় দলের হয়ে ও খেলার অভিজ্ঞতা রয়েছে আব্দুলের। এবার মাঝমাঠের দখল নেওয়ার ক্ষেত্রে তাঁর উপরেই ভরসা রাখছে রাজস্থান ইউনাইটেড (Rajasthan United FC)।
Also Read | আইএফএ শিল্ড পুনরুদ্ধারের লড়াইয়ে মাঠে নামতে তৈরি ইস্টবেঙ্গল, ক্লাবের টুইট ঘিরে উচ্ছ্বাস
গত মরসুমে জর্ডানের ফুটবল দল আল ওয়েদাতের হয়ে খেলেছিলেন এই দাপুটে মিডফিল্ডার। কিন্তু সেখানে নিজেকে প্রমাণ করার খুব একটা সুযোগ পাননি। এবার এই ভারতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ ঘানার এই তারকার।