HomeSports NewsFootballদিল্লির কাছে আটকে গিয়ে সুপার কাপ শেষ করল রাজস্থান ইউনাইটেড

দিল্লির কাছে আটকে গিয়ে সুপার কাপ শেষ করল রাজস্থান ইউনাইটেড

- Advertisement -

সুপার কাপের শুরুটা খুব একটা ভালো ছিল না রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United)। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের কাছে। যা নিঃসন্দেহে হতাশাজনক ছিল আইলিগের এই ফুটবল ক্লাবের কাছে। তবে সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই বড়সড় চমক দিয়েছিল জয়পুরের এই ফুটবল দলটি। দাপুটে ফুটবল খেলে তাঁরা পরাজিত করেছিল আইএসএল জয়ী ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসিকে। এক কথায় যা বিরাট বড় পাওনা ছিল তাঁদের কাছে। তাই ম্যাচ শেষে উচ্ছাস প্রকাশ করতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের।

এই জয় নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। যালফলে একটা সময় কেরালা ব্লাস্টার্স ও মুম্বাই সিটি এফসির পাশাপাশি সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকেছিল আইলিগের এই ফুটবল ক্লাবটি। যদিও সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিল মুম্বাই সিটি এবং কেরালা ব্লাস্টার্স। তবুও নিজেদের অস্তিত্ব ধরে রাখতে বৃহস্পতিবার বিকেলে গোয়ার বুকে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল হরমনজোত সিং খাবরাদের দল।

   

তবে এবার জয় পাওয়া সম্ভব হয়নি। সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করে রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। এদিন দলের হয়ে গোল করেছিলেন পেদ্রো অ্যাস্ট্রে লোপেজ এবং কলম্বিয়ান তারকা রবিনসন ব্লান্ডন। অন্যদিকে, দিল্লির হয়ে গোল করে যান সৌরভ কে এবং অ্যালান সাজি। উল্লেখ্য, ম্যাচের প্রথমার্ধের মধ্যেই দুইটি গোল করেছিলেন রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) ফুটবলাররা। প্রথমার্ধের শেষে দুইটি গোলের ব্যবধানে এগিয়ে থাকা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগায় যেকোনও দলকে।

কিন্তু দ্বিতীয়ার্ধে সেটা ধরে রাখা সম্ভব হয়নি। ম্যাচের পঞ্চম কোয়ার্টারেই ব্যবধান কমিয়ে ছিল দিল্লি। তারপর নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত চার মিনিটের মধ্যে সমতায় ফেরে দিল্লি। যারফলে অন্তত এক পয়েন্ট নিয়ে সুপার কাপ শেষ করল এই ফুটবল দল।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular