আগের সিজনে খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম থেকেই ধাক্কা খেতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে। স্বাভাবিকভাবেই যার প্রভাব এসে পড়েছিল টুর্নামেন্টের লিগ টেবিলে। দেশের প্রথম ডিভিশন লিগের অনেকটাই নিচে চলে গিয়েছিল রনবীর কাপুরের এই ফুটবল দল। যারফলে প্রথম ছয়ে থাকা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল তাঁদের কাছে। তবে ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরে আসতে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর ক্লাব। জয়ের মধ্যে দিয়ে পরবর্তীতে সুপার সিক্সে স্থান করে নিয়েছিল মুম্বাই সিটি (Mumbai City FC)। সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি।
তবে গতবারের সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য সিটি গ্ৰুপের এই ফুটবল ক্লাবের। সেক্ষেত্রে এবার আমূল বদল দেখা গিয়েছে দেশের বানিজ্য নগরীর এই দলের অন্দরে। এক্ষেত্রে সুপার কাপে সাফল্য পেতে বদ্ধপরিকর পেট্র ক্র্যাটকির ছেলেরা। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই স্পোর্টিং ক্লাব দিল্লিকে বড় ব্যবধানে পরাজিত করেছিল দেশের বানিজ্য নগরীর ফুটবল ক্লাব। কিন্তু এবার দ্বিতীয় ম্যাচে বজায় থাকল না সেই ছন্দ। সূচি অনুযায়ী আজ সুপার কাপের গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল মুম্বাই। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড (Rajasthan United FC)।
সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয় মুম্বাই সিটিকে (Mumbai City FC)। এদিন রাজস্থানের (Rajasthan United FC) হয়ে একটি মাত্র গোল করে যান কলম্বিয়ান তারকা রবিনসন ব্ল্যান্ডন জুনিয়র। এই জয়ের ফলে সেমিতে যাওয়ার রাস্তা এখনও থাকল জয়পুরের এই ফুটবল ক্লাবের। অন্যদিকে, জয় দিয়ে শুরু করলেও এবার অনেকটাই ব্যাকফুটে চলে গেল আইএসএল জয়ী মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। আগামী ৬ই নভেম্বর গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নামবে লালিয়ানজুয়ালা ছাংতেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আইএসএলের আরেক শক্তিশালী দল কেরালা ব্লাস্টার্স।
And we’re on the board, 𝟑 massive points against Mumbai FC🔥💪⚽️🎶🎷#aiffsupercup25 #rajasthanunitedfc #matchday2 #finalscore #desertwarriors #RUFCvsMCFC pic.twitter.com/ofuvptZC0p
— Rajasthan United FC (@RajasthanUnited) November 3, 2025
সেমিফাইনালে স্থান করতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে মুম্বাই (Mumbai City FC) শিবিরকে। সেক্ষেত্রে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারলে নিঃসন্দেহে সেমিফাইনালের রাস্তা অনেকটাই পোক্ত হবে রনবীর কাপুরের এই ফুটবল ক্লাবের।


