গত আইএসএলে জয়ের মধ্য দিয়ে অভিযান শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল একেবারে ভিন্ন ছবি। শেষ পর্যন্ত লিগ টেবিলের এগারো নম্বরেই শেষ করতে হয়েছিল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবকে। সেই ধাক্কা কাটিয়ে পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল অতি শীঘ্রই। সেই হতাশা কাটিয়ে নিজেদের সুদিন ফেরাতে বদ্ধপরিকর দক্ষিণের এই আইএসএল জয়ীরা। এক্ষেত্রে সম্পূর্ণভাবে নিজেদের দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা ছিল চেন্নাইয়িন (Chennaiyin FC) শিবিরের।
সেক্ষেত্রে আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলের থাকা নিয়ে ও দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। শেষ পর্যন্ত এই সিজনের শুরুতে তাঁকে বিদায় জানিয়েছিল অভিষেক বচ্চনের ক্লাব। তারপর থেকেই বারংবার উঠে আসতে শুরু করেছিল ক্লিফোর্ড মিরান্ডার নাম। সেটাই এবার চূড়ান্ত হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে। এবার তাঁর তত্ত্বাবধানেই গোয়ার বুকে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে দক্ষিণের এই ফুটবল দল। অক্টোবরের প্রথম দিক থেকে অনুশীলন শুরু করার ভাবনা থাকলেও পরবর্তীতে কয়েক দিনের ব্যবধানে মাঠে নামে দলের অধিকাংশ ফুটবলাররা।
এবার গত শুক্রবার সেই শিবিরে যোগদান করেছেন তরুণ ডিফেন্ডার রাজ বাস্ফোর। উল্লেখ্য, শেষ কয়েক সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন রাজ। জুনিয়র দলের পাশাপাশি বেশ কয়েকবার সিনিয়র দলে ও সুযোগ করে নিয়েছিলেন এই বাঙালি ফুটবলার। বলতে গেলে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু গত কয়েকদিন আগেই আনুষ্ঠানিকভাবে সবুজ-মেরুন ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন এই সেন্টার ব্যাক।
এবার দক্ষিণের এই ফুটবল দলের হয়ে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। এবারের এই সুপার কাপে তাঁকে রেখেই নিজেদের স্কোয়াড সাজিয়েছে চেন্নাইয়িন (Chennaiyin FC)।


