গতবারের পর নতুন সিজনের শুরুটা খুব একটা ভালো ছিল না পাঞ্জাব এফসির (Punjab FC)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও শেষ রক্ষা হয়নি। ছিটকে যেতে হয়েছিল এই টুর্নামেন্ট থেকে। তবে সেই হতাশা কাটিয়ে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল দেশের প্রথম ডিভিশন লিগের এই ফুটবল দল। এক্ষেত্রে এবার সুপার কাপকে পাখির চোখ করেছেন প্যানাজিওটিস ডিলমপেরিস। সেইমতো অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। তাঁদের নিয়ে যথেষ্ট ভালো ভাবেই এই টুর্নামেন্ট শুরু করেছে পাঞ্জাবের (Punjab FC) দলটি।
সুপার কাপের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে দক্ষিণের শক্তিশালী ফুটবল দল তথা গোকুলাম কেরালা এফসিকে। বড় ব্যবধানে জয় পেয়েছে মুহম্মদ উভাইসরা। সেই ধারা বজায় রেখেই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আইলিগ জয়ীরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচের জন্য এখন নিজেদের প্রস্তুত করছেন দলের ছেলেরা। তবে এসবের মাঝে দল গঠনের কাজে ও যথেষ্ট সক্রিয় রয়েছে পাঞ্জাব (Punjab FC) ম্যানেজমেন্ট। এবার নাইজেরিয়ার এক দাপুটে ফুটবলারকে যুক্ত করা হল দলের সঙ্গে।
তিনি এনুসুঙ্গুসি এফিয়ং। যারফলে এই মরসুমের বাকি সমস্ত টুর্নামেন্ট গুলিতে এই দলের জার্সিতেই খেলবেন বছর পঁচিশের এই ফরোয়ার্ড। পূর্বে রোমানিয়ান লিগের পাশাপাশি অন্যান্য টুর্নামেন্ট গুলিতে যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। ইউটিএ আরাদার হয়ে দাপুটে পারফরম্যান্স করার পর থেকেই তাঁর উপর নজর ছিল একের পর এক ফুটবল দলের। শেষ পর্যন্ত তাঁকে চূড়ান্ত করল পাঞ্জাব এফসি (Punjab FC)। সব ঠিকঠাক থাকলে সুপার কাপের ম্যাচে খুব শীঘ্রই তাঁকে মাঠে নামাতে পারেন ডিলমপেরিস। এখন সেদিকেই নজর রয়েছে দলের সকল সমর্থকদের।
বিদেশি ফুটবল লিগ গুলিতে খেলার অভিজ্ঞতা নিয়ে এবার ভারতীয় ক্লাব ফুটবলে নিজেকে মেলে ধরার এখন প্রধান টার্গেট তাঁর। সেক্ষেত্রে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে দলের আক্রমণভাগ।


