এই বিদেশি সেন্টার ব্যাকের যোগদানের কথা জানিয়ে দিল পাঞ্জাব এফসি

punjab-fc-signs-bosnian-defender-samir-zeljkovic-isl-2025-squad-boost

গতবার যথেষ্ট চোখ ধাঁধানো ফুটবল খেলেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। প্রথমেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে। তারপর সময় যত এগিয়েছিল ততই দেখা গিয়েছিল এই ফুটবল ক্লাবের দাপট। সেবার স্লোভেনিয়ান তারকা লুকা মাজসেন থেকে শুরু করে মিজল জ্যাকের মতো ফুটবলারদের পারফরম্যান্স সহজেই মন জয় করেছিল দেশের সকল ফুটবল অনুরাগীদের। যারফলে টুর্নামেন্টের প্রথম লেগের পারফরম্যান্সের ভিত্তিতে আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। কিন্তু সেটা স্থায়ী ছিল না।

Advertisements

Also Read | কোহলির পথেই হেঁটে বিরল তালিকায় নাম তুললেন শুভমন

দ্বিতীয় লেগে বদলে গিয়েছিল গোটা ছবি। যারফলে লিগ টেবিলের দশম স্থানে শেষ করেছিল দল। তারপর সুপার কাপে ভালো পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য থাকলেও কাজে আসেনি সেই লড়াই। মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যারফলে হতাশাজনক ভাবে সিজন শেষ করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেই সমস্ত কিছু ভুলে এবারের এই নয়া সিজনে চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর আইলিগ জয়ী এই দল।

Also Read | সুপার কাপের আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের! পদত্যাগ গোলকিপার কোচের

Advertisements

তাই বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও যথেষ্ট নজর দিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। যার মধ্যে বিগত কয়েকদিন ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল বসনিয়ার এক তারকা ডিফেন্ডারের নাম। তিনি সামির জেলকোভিচ। অবশেষে গত সোমবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা জানিয়ে দিল আইএসএলের এই দল। পূর্বে সার্বিয়ার ফুটবল ক্লাব এফকে রাডনিস্কির সঙ্গে যুক্ত ছিলেন আঠাশ বছর বয়সী এই ফুটবলার।

সেই দলের হয়ে খেলেছিলেন একাধিক ম্যাচ। কিন্তু পরবর্তীতে তাঁকে রিলিজ করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এবার তাঁর উপরেই ভরসা রাখল পাঞ্জাব (Punjab FC)। জেলকোভিচের দক্ষতায় আদৌও কতটা সাফল্য পায় এই দল সেদিকেই নজর থাকবে সকলের।