আগামীকাল থেকেই সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে পঞ্জাব এফসি (Punjab FC)। গতবার দাপুটে ফুটবল খেলে ও চূড়ান্ত সাফল্য না আসলেও এবার নিজেদের প্রমাণ করতে মরিয়া সকলে। তাই ডুরান্ড কাপের পর থেকেই এবারের এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টকে পাখির চোখ করে এগোতে শুরু করেছেন কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস। এক্ষেত্রে তাঁর নির্দেশ মতোই এবার একের পর এক খেলোয়াড়দের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট (Punjab FC)। দেশীয় ফুটবলারদের পাশাপাশি এবার বিদেশি ফুটবলার নির্বাচনে ও থেকেছে চমক। তবে সেখানেই শেষ নয়। গত কয়েক সপ্তাহ ধরেই উঠে আসতে শুরু করেছিল একাধিক ভারতীয় ফুটবলারদের নাম।
যার মধ্যে অন্যতম ছিলেন বিকাশ সিং। এবার তাঁর যোগদানের কথা জানিয়ে দিল ম্যানেজমেন্ট (Punjab FC)। ঘন্টা কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে বিকাশের যোগদানের ঘোষণা করেছে আইএসএলের এই ফুটবল ক্লাবটি। যারফলে এবারের এই সুপার কাপে দলের জার্সিতে আপফ্রন্টে খেলতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে। গত সিজনে মিকেল স্ট্যাহরের পর দলের বর্তমান কোচ ডেভিড কাতলার তত্ত্বাবধানে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই ফুটবলারকে। তবে নতুন সিজনে তিনি যে দক্ষিণের এই দলে থাকবেন না সেই ইঙ্গিত মিলেছিল আগেই।
সেইয়তো গত শুক্রবার তাঁকে রিলিজ করার কথা জানিয়ে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। অবশেষে নিজেদের সুপার কাপ অভিযান শুরু করার আগের দিন সন্ধ্যায় তাকে দলে টানার কথা জানিয়ে দিল পাঞ্জাব শিবির। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে ভরসা যোগাবে আক্রমণভাগে। উল্লেখ্য, জয়ের মধ্যে দিয়ে আগের মরসুম শুরু করেছিল পাঞ্জাব এফসি। বিশেষ করে আইএসএলের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী এই কেরালা ব্লাস্টার্সকে। তারপর সময় যত এগিয়েছিল ততই দেখা গিয়েছিল পাঞ্জাবের এই ফুটবল ক্লাবের দাপট। সেবার লুকা মাজসেন থেকে শুরু করে মিজল জ্যাকের মতো ফুটবলারদের পারফরম্যান্স সহজেই মন জয় করেছিল দেশের ফুটবলপ্রেমীদের।
যারফলে টুর্নামেন্টের প্রথম লেগের পারফরম্যান্সের ভিত্তিতে আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল ছেলেরা। কিন্তু পরবর্তীতে বজায় ছিল না সেই ধারাবাহিকতা। এবার সুপার কাপ জয়ের মধ্য দিয়ে সমর্থকদের মন পেতে মরিয়া পাঞ্জাব এফসি।


