গতবার অল্পের জন্য হাতছাড়া হয়েছিল কলিঙ্গ সুপার কাপ। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও সেটা বজায় ছিল না শেষ পর্যন্ত। ট্রফি নির্ধারক ম্যাচে পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া দলের কাছে। যেটা ভালোভাবে নেয়নি দলের সমর্থকরা। এমনকি এই টুর্নামেন্টের পূর্বে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে ও যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। যারফলে অনায়াসেই দল স্থান করে নিয়েছিল টুর্নামেন্টের সুপার সিক্সে।
কিন্তু শেষ পর্যন্ত আপুইয়ার গোলে বাজিমাত করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট হাতছাড়া হওয়ায় খালি হাতের মধ্যেই শেষ হয় সিজন। এই হতাশা কাটিয়ে এবারের সুপার কাপে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। সেইমতো বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। যেখানে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও যথেষ্ট চমক থেকেছে দেশের প্রথম সারির এই ফুটবল দলের। বিগত কয়েক সপ্তাহে রাফায়েল মেসি বাউলি থেকে শুরু করে মাদিহ তালালের মতো ফুটবলারদের যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে।
যেটা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। তবে শুধুমাত্র নতুন ফুটবলারদের দলে টানার নয়। গত সিজনে দলের মধ্যে থাকা বেশকিছু ফুটবলারদের সঙ্গে ও চুক্তি বাড়ানোর ভাবনা ছিল জামশেদপুরের (Jamshedpur FC)। সেইমতো ইতিমধ্যেই বেশকিছু ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করেছে ইস্পাত নগরীর এই দল। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে বাঙালি ফুটবলার প্রণয় হালদারের (Pronay Halder) নাম। উল্লেখ্য, গত কয়েক সিজন ধরেই আইএসএলের এই ফুটবল দলের হয়ে খেলে আসছেন বারাকপুরের এই মিডফিল্ডার। গত সিজনে ও দলের হয়ে যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি।
কিন্তু চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল জামশেদপুর এফসির (Jamshedpur FC)। এবার তা নবীকরণ করে নিল দেশের প্রথম সারির এই ফুটবল ক্লাব।