বিদায় জানিয়েছে কেরালা, কোথায় যোগ দিতে পারেন প্রবীর?

Prabir Das may be joins Mumbai City FC as Loan from Kerala Blasters

দেশের ফুটবলে যথেষ্ট পরিচিত একটি নাম প্রবীর দাস (Prabir Das)। গত ২০১৩ সালে পৈলান অ্যারোজ থেকে উঠে এসেছিলেন সোদপুরের এই ফুটবলার। তারপর সময় এগোনোর সাথে সাথেই নিজের দাপুটে পারফরম্যান্সে মন জয় করেছিলেন সকলের। স্বাভাবিকভাবেই ডাক পান আইলিগের ফুটবল দল ডেম্পো স্পোর্টস ক্লাবে। সেখান থেকেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই বাঙালি ফুটবলার। চমকপ্রদ ফুটবলের দরুন পরবর্তীতে এফসি গোয়া থেকে শুরু করে দিল্লি ডাইনামোজ হয়ে সুযোগ পান এটিকে মোহনবাগানে। গত বেশ কয়েক বছর কলকাতার এই ফুটবল ক্লাবেই দাপিয়ে খেলেছেন এই ডিফেন্ডার।

Advertisements

বলাবাহুল্য, তাঁর উপস্থিতি যথেষ্ট শক্তিশালী করে তুলেছিল দলকে। তাছাড়াও তৎকালীন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের অন্যতম ভরসাযোগ্য মুখ হিসেবে উঠে এসেছিলেন প্রবীর (Prabir Das)। শহরের বুকে খেলেছেন কয়েকটি মরসুম। কিন্তু পরবর্তীতে তাঁকে নিজেদের দলের সঙ্গে সংযুক্ত করেছিল কর্নাটকের ফুটবল ক্লাব বেঙ্গালুরু এফসি। সেবার সাইমন গ্ৰেসনের এই দলের জার্সিতে আইএসএল ফাইনাল ও খেলেছিলেন তিনি। কিন্তু পরাজিত হতে হয়েছিল নিজের পুরনো দলের কাছে। তারপরের মরসুমেই চলে গিয়েছিলেন দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সে।

সেখান থেকে মুম্বাই সিটি এফসি ঘুরে পুনরায় গতবার ফিরে এসেছিলেন কেরালা ব্লাস্টার্সে। কিন্তু এবার খুব একটা সুবিধা করতে পারেননি এই ফুটবলার। অনেকেই মনে করেছিল যে এই নয়া সিজনে ও হয়তো কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখা যাবে প্রবীর দাসকে (Prabir Das)। তবে এই জল্পনা মিথ্যে প্রমাণ করে গতকাল নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলারের রিলিজের কথা জানিয়ে দেয় কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। যারফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার কোথায় যোগদান করবেন এই বাঙালি ফুটবলার।

Advertisements

সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ইন্টার কাশী ফুটবল ক্লাবের নাম। বর্তমানে এই ক্লাবের দায়িত্বে রয়েছেন আইএসএল জয়ী বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর তত্ত্বাবধানে বহুদিন ফুটবল খেলেছেন প্রবীর দাস (Prabir Das)। সেই দলে যোগদান করলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।