Peerless: জয়ের সরণীতে রয়েছে জামশিদ নাসিরির পিয়ারলেস

নৈহাটি গোল্ড কাপের সেমি ফাইনালে চলে গিয়েছে পিয়ারলেস।(Peerless) কালীঘাটের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে তারা। পিয়ারলেস ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর জামশিদ নাসিরি। ইস্টবেঙ্গলের হয়ে এক সময়…

jamshed nassiri

নৈহাটি গোল্ড কাপের সেমি ফাইনালে চলে গিয়েছে পিয়ারলেস।(Peerless) কালীঘাটের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে তারা। পিয়ারলেস ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর জামশিদ নাসিরি।

ইস্টবেঙ্গলের হয়ে এক সময় দাপিয়ে খেলেছিলেন জামশিদ নাসিরি। মজিদ বিসকারের সঙ্গে জুটি বেঁধে তাঁর সেই খেলা এখনও অনেকের চোখে লেগে রয়েছে। মজিদ দেশে ফিরে গিয়েছেন। জামশিদ এখানেই রয়ে গিয়েছেন। এখন দল পরিচালন করছেন। পিয়ারলেস দলের টিকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন তিনি। দলের কোচ সোরেন দত্ত।

কালীঘাটের বিরুদ্ধে একটি মাত্র গোলে জয় পেয়েছে দল। গোল করা যেমন ইতিবাচক দিক, তেমনই কোনো গোল হজম না করাটাও। কালীঘাট বেশ চাপ দিয়েছিল পিয়ারলসের ডিফেন্সের ওপর। যদিও কোনো অঘটন ঘটেনি।

নতুন মরসুমের আগে ভালো ফুটবলারদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে পিয়ারলেস। দলে যেমন ভালো মানের বিদেশি খেলোয়াড় রয়েছে, তেমনই আছে পঙ্কজ মৌলা, অর্পণদের মতো পরিচিত ফুটবলাররাও রয়েছেন। সেমিফাইনালে তারা ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হবে।