সেমিফাইনালের বাকি অনেকটা সময়, মাঠেই বার্সা ম্যাচ উপভোগ করলেন অস্কার

oscar-bruzon-east-bengal-fc-national-team-players

গত মরসুমের মাঝামাঝি সময় থেকেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের দায়িত্ব পালন করে আসছেন অস্কার ব্রুজো (Oscar Bruzon)। সেবার খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও এই সিজনে দল নিয়ে সাফল্য পেতে মরিয়া এই স্প্যানিশ কোচ। এবার প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে ফুটবল খেলে আসছে ইস্টবেঙ্গল। তবে ট্রফি যেন কিছুতেই ধরা দিচ্ছে না তাঁদের হাতে। সিজনের প্রথম ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে দিলেও সেমিফাইনালে পরাজিত হতে হয়েছিল ডায়মন্ড হারবার এফসির কাছে। যেটা অবাক করে দিয়েছিল সকলকে। তারপর আইএফএ শিল্ডে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সম্ভব হয়নি।

Advertisements

ফাইনালে পরাজিত হতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগানের কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল লাল-হলুদ সমর্থকরা। হাড্ডাহাড্ডি লড়াই করেও এমন পরাজয় স্বাভাবিকভাবেই মেনে নেওয়া কষ্টসাধ্য সকলের কাছেই। কিন্তু তবুও ঘুরে দাঁড়ানোর টার্গেট মশাল ব্রিগেডের। প্রথমদিকে এই টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স থাকলেও গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানের সঙ্গে অমীমাংসিত ফলাফলে শেষ করেছিল ইস্টবেঙ্গল। পরবর্তীতে গোল পার্থক্যের ব্যবধানে সেমিফাইনালে স্থান করে নেয় মহম্মদ রশিদরা। আগামী মাসের শুরুতেই সেই হাইভোল্টেজ ম্যাচ।

   

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইব্রেকারে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে আইএসএলের এই ফুটবল দল। এবার তাঁদের সঙ্গে লড়াই। কিন্তু সেই ম্যাচের আগে রয়ে গিয়েছে অনেকটা সময়। যারফলে আপাতত কিছুদিন নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন দলের অধিকাংশ ফুটবলাররা। এমনকি নিজের দেশেই রয়েছেন অস্কার ব্রুজো। সেখানে বার্সেলোনার ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন এই হাইপ্রোফাইল কোচ‌।

Advertisements

বেশ কিছু ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত বেশ কিছু ছবি আপলোড করেন তিনি। উল্লেখ্য, গত রবিবার লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছিল হান্সি ফ্লিকের ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ৪-২ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছে বার্সা। রবার্ট লেভানদোভস্কি হ্যাটট্রিক করার পাশাপাশি গোল পেয়েছেন স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল। এই জয় নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের।