HomeSports NewsFootballলাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন অস্কার, কী বললেন?

লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন অস্কার, কী বললেন?

- Advertisement -

৪ ডিসেম্বর সুপার কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হবে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে। গত সিজনের তুলনায় যে কতটা কঠিন হতে চলেছে সেই আন্দাজ অনেক আগেই পেয়ে গিয়েছিলেন হেডকোচ অস্কার ব্রুজো। তাই গ্রুপ পর্বে শেষ ম্যাচে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে দেওয়ার পর ফুটবলারদের সামান্য কিছুদিন ছুটি দিয়েছিলেন কোচ‌। সেই ছুটি কাটিয়ে ইতিমধ্যেই দলের সঙ্গে যোগদান করেছেন দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলাররা।

বর্তমানে হাতে যে সময় রয়েছে সেটি কাজে লাগানোই এখন অন্যতম লক্ষ্য সকলের কাছে। আসলে এই সময়ের মধ্যে ফিটনেসের পাশাপাশি টিম বন্ডিংয়ের উপর বাড়তি নজর দিচ্ছেন সকলে। পূর্বে অনুশীলন শুরু করার দিনে অস্কার সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর নির্দেশ মতোই ফুটবলারদের অনুশীলন করাচ্ছিলেন সহকারী কোচ বিনো জর্জ থেকে শুরু করে অন্যান্য সাপোর্টিং স্টাফেরা। শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই কলকাতায় এসে দলের সঙ্গে যুক্ত হবেন এই স্প্যানিশ কোচ। সেটাই হয়েছে এবার। অবশেষে, শুক্রবারের অনুশীলনে দেখা যায় অস্কার ব্রুজোকে।

   

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সপ্তাহখানেক বিরতির পর আবার অনুশীলন শুরু হয়েছে। কিছুদিন পরেই আমাদের সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনাল খেলতে হবে পাঞ্জাব এফসির সঙ্গে। সেজন্য ছেলেরা নিজেদের প্রস্তুত করছে‌। আমরা লড়াই করে পাঞ্জাব ম্যাচ জিতে ফাইনাল খেলতে চাই। এছাড়াও এখন কিছুই ভাবছি না।’ সেইসাথে ভারতীয় ফুটবল পরিস্থিতি নিয়ে ও যথেষ্ট চিন্তিত থাকতে দেখা যায় ইস্টবেঙ্গলের (East Bengal) হেডস্যারকে।’ বলাবাহুল্য, এদিন তাঁর তত্ত্বাবধানে খুব একটা বেশি সময় অনুশীলন না হলেও অল্প সময়ের মধ্যেই দুই দলে ভাগ করে খেলোয়াড়দের দেখে নেন অস্কার।

এছাড়াও জানা গিয়েছে, যে সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই হয়তো দলের সঙ্গে অনুশীলনে দেখা যাবে স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular