জল্পনার অবসান, লোন ডিলে বিদেশে গেলেন নোয়া

বছর কয়েক আগে এফসি গোয়াতে যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন নোয়া সাদাউ (Noah Sadaoui)। সেখান থেকেই ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন এই তারকা। পরবর্তীতে…

noah-sadaoui-loan-move-kerala-blasters-foreign-club

বছর কয়েক আগে এফসি গোয়াতে যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন নোয়া সাদাউ (Noah Sadaoui)। সেখান থেকেই ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন এই তারকা। পরবর্তীতে তাঁকে দলে টেনে নিয়েছিল দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে ব্যাপক শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে। একাধিকবার দলের হয়ে গোল ও করেছিলেন নোয়া।

Advertisements

ISL দিনক্ষণ ঘোষণার আগেই অনুশীলনে ফুরফুরে মেজাজে বাগান ফুটবলাররা

   

তবে চূড়ান্ত সাফল্য না আসলেও মরোক্কোর এই ফুটবলারের উপর যথেষ্ট ভরসা রাখে ম্যানেজমেন্ট। যারফলে এই সিজনে ও তিনি খেলেছেন কেরালা ব্লাস্টার্সে।

বলাবাহুল্য, এবারের এই সুপার কাপে দলের জয়ের ক্ষেত্রে ব্যাপক সক্রিয়তা থেকেছে এই লেফট উইঙ্গারের। সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হওয়ার দরুন দল পরবর্তী রাউন্ডে যেতে না পারলেও সেই হতাশা কাটিয়ে পরবর্তী টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দেশের প্রথম সারির এই ফুটবল ক্লাব। কিন্তু কবে থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। সেই উত্তর এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। একটা সময় ক্লাব জোটের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বৈঠকে জট খোলার ইঙ্গিত মিললে ও পরবর্তীতে তা এগোয়নি বেশিদূর।

নতুন বছর নিয়ে ব্যাপক প্রত্যাশা রবসন রবিনহোর

যারফলে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছিল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছিল যে আদ্রিয়ান লুনার পর এবার কেরালা ব্লাস্টার্স থেকে অন্যত্র খেলতে যেতে পারেন দলের তারকা ফুটবলার নোয়া সাদাউ। যদিও প্রথমদিকে তা মেনে নিতে পারেননি কেউই। তবে মনে করা হচ্ছিল যে এক্ষেত্রে তাঁর গন্তব্য হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়ার ফুটবল লিগ। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছিল তাঁকে নিয়ে নাকি ইতিমধ্যেই আগ্ৰহ দেখিয়ে ফেলেছে সেই লিগের একাধিক ফুটবল ক্লাব।

ISL অনিশ্চয়তার মাঝে ফিফার কাছে ‘বিস্ফোরক’ আবেদন প্রীতম-সুনীলদের

এসবের মাঝেই আজ সকালে তাঁকে লোনে অন্যত্র পাঠানোর কথা জানায় ম্যানেজমেন্ট। সেখানে তাঁর ছবি আপলোড করে লেখা হয় ‘ সেই জাদু, সেই আবেগ এবং সেই মুহূর্তগুলোর জন্য যা গ্যালারিকে প্রাণবন্ত করে তুলেছিল। ২০২৫-২৬ মরসুমের বাকি অংশের জন্য লোনে বিদেশে পাড়ি জমানোয় আমরা নোহাকে তার দুটি বিশেষ মরসুমের জন্য ধন্যবাদ জানাতে চাই। একবার ব্লাস্টার, চিরকালই ব্লাস্টার।’

Advertisements