বার্সায় কার খেলা পছন্দ? জানিয়ে দিলেন নোয়া সাদাউ

Noah Sadaoui

গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন নোয়া সাদাউ (Noah Sadaoui)। ২০২২-২০২৩ মরসুমে মরোক্কোর ক্লাব থেকে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন এই ফুটবলার। যোগদান করেছিলেন মানোলো মার্কেজের এফসি গোয়াতে। সেখান থেকেই ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর কাড়েন এই তারকা। পরবর্তীতে ২০২৪-২০২৫ সিজনে তাঁকে দলে টেনে নেয় দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে ব্যাপক শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে। একাধিকবার দলের হয়ে গোল ও করেছিলেন নোয়া (Noah Sadaoui)।

Advertisements

Read More: ছুটিতেই নতুন যাত্রা শুরু করলেন এই বাগান ফুটবলার, ভাইরাল ছবি

   

তবে চূড়ান্ত সাফল্য না আসলেও মরোক্কোর এই ফুটবলারের উপর যথেষ্ট ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। যারফলে এই সিজনে ও তিনি খেলছেন কেরালা ব্লাস্টার্সে। এবারের সুপার কাপে দলের জয়ের ক্ষেত্রে ব্যাপক সক্রিয়তা থেকেছে এই লেফট উইঙ্গারের। সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হওয়ার দরুন দল পরবর্তী রাউন্ডে যেতে না পারলেও সেই হতাশা কাটিয়ে পরবর্তী টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দেশের প্রথম সারির এই ফুটবল ক্লাব। তবে প্রথম ডিভিশন ফুটবল লিগ শুরু হওয়ার আগে বেশ কিছুটা সময় রয়েছে তাঁদের হাতে‌।

Read More: বৃথা লড়াই, বাংলাদেশের কাছে হার খালিদের ভারতের

Advertisements

যারফলে নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন অধিকাংশ ফুটবলাররা। এসবের মাঝেই দলের সমর্থকদের সঙ্গে একটি প্রশ্ন উত্তর পর্বের অনুষ্ঠানে যোগদান করেছিলেন নোয়া সাদাউ (Noah Sadaoui)। যেখানে ফুটবল সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠে এসেছিল সমর্থকদের তরফে। সেখানে নিজের দলের ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবল দল ও ফুটবলারের প্রসঙ্গ ও উঠে আসে। সেগুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই নিজের উত্তর জানিয়েছেন তিনি। যার মধ্যে তাঁকে এক সমর্থক প্রশ্ন করেছিল যে বর্তমানে বার্সেলোনার কোন ফুটবলারকে তাঁর পছন্দ। নির্দ্বিধায় সেই উত্তর দিয়েছেন নোয়া (Noah Sadaoui)। যেখানে তিনি উল্লেখ করেছেন ব্রিটিশ ফুটবলার মার্কাস রাশফোর্ডের নাম।

Read More: ব্যর্থ ফেডারেশনের বৈঠক! আইএসএলের ভবিষ্যৎ শীর্ষ আদালতের হাতে

বর্তমান সময় দাঁড়িয়ে বার্সার হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে আসছেন রাশফোর্ড। যারফলে হানসি ফ্লিকের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে উঠে এসেছেন তিনি। এই তারকা ফুটবলারকেই নিজের পছন্দের তালিকায় রেখেছেন সাদাউ। এছাড়াও তাঁকে প্রশ্ন করা হয়েছিল দলের অন্যতম তারকা আদ্রিয়ান লুনার প্রসঙ্গে। যাকে দলের ইঞ্জিন হিসেবে উল্লেখ করেছেন এই বিদেশি ফুটবলার। এছাড়াও কেরালা ব্লাস্টার্স দলকে ভালো লাগার অন্যতম কারণ জিগ্যেস করেছিলেন এক সমর্থক। যেখানে তিনি উল্লেখ করেছেন নিজেদের দলের সমর্থকদের কথা। তাঁর এমন মন্তব্য যথেষ্ট খুশি করেছে কেরালা ব্লাস্টার্স অনুরাগীদের।