গত সিজনটা মরসুমটা খুব একটা ভালো থাকেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। প্রথমদিকে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করা হলেও খুব একটা প্রভাব ফেলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। ডুরান্ডের তথৈবচ পরিস্থিতি হওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বানিজ্য নগরীর এই দল। এক্ষেত্রে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। তারপর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছিল পরবর্তীতে।
যারফলে সুপার সিক্সে স্থান করা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। কিন্তু দ্বিতীয় লেগ থেকেই বদলাতে থাকে পরিস্থিতি। একের পর এক ফুটবল দলকে ধরাশায়ী করে লিগের ষষ্ঠ স্থান নিশ্চিত করেছিল দেশের বানিজ্য নগরীর এই ক্লাব। তারপর আন্তর্জাতিক বিরতির পর গত সপ্তাহের শেষে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে। লিগের ম্যাচে তাঁদের বিপক্ষে জয় আসায় স্বাভাবিকভাবেই ব্যাপক আত্মবিশ্বাসী ছিলেন সকলে। কিন্তু শেষ পর্যন্ত কাজে আসেনি সেই আত্মবিশ্বাস। পাঁচ গোলের বিরাট ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল রনবীর কাপুরের ফুটবল দল।
সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল প্রত্যেকের। কিন্তু ছিটকে যেতে হয়েছিল সহজেই। পুরনো সমস্ত কিছু ভুলে আগামীকাল থেকেই সুপার কাপের নতুন সিজন শুরু করতে চলেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সেই অনুসারে আজ নিজেদের সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে ম্যানেজমেন্ট। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন ফুরবা লাচেনপা, টিপি রেহেনেশ এবং অহন প্রকাশ। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে ভালপুইয়া, তিরি, সঞ্জীব স্ট্যালিন, বিজয় ছেত্রী, আমনদ্বীপ বৃষভান, ধ্রুব আলভা, হ্যালেন নংটৌ, আকাশ মিশ্রা।
মাঝমাঠে থাকছেন ব্র্যান্ডন ফার্নান্দেজ, তলুঙ্গা, ফ্র্যাঙ্কলিন নাজারেথ, জন টোরাল, আদিল শেখ এবং পুইপুইয়া। ফরোয়ার্ডে থাকছেন বিক্রম প্রতাপ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, জর্জ অর্টিজ, আয়ুষ চিকরা, জর্জ পেরেরা ডিয়াজ, গ্যামার নিকুম এবং নওফাল পি.এন।


