শেষ মুহূর্তের নাটক, কোন হিসাবে কেরালাকে টেক্কা দিয়ে সুপার সেমিতে মুম্বই?

Mumbai-city-fc-reaches-super-cup-semifinal-after-kerala-blasters-defeat

পিছিয়ে থেকেও কিভাবে ফিরে আসা যায় দেখিয়ে দিল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ সন্ধ্যায় সুপার কাপের গ্রুপ পর্বের অন্তিম ম্যাচ খেলতে নেমেছিল আইএসএলের দুই শক্তিশালী ফুটবল ক্লাব। মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্স। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। মুম্বাই শিবিরের ফুটবলারদের পক্ষে এদিন গোলের সম্ভব না হলেও প্রতিপক্ষ দলের ফুটবলার তথা ফ্রেডি লালাওমাওমার আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জয় পায় দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। সেইসাথে টুর্নামেন্টের সেমিফাইনালে ও স্থান করে নিল আইএসএল জয়ী এই দল।

Advertisements

Also Read | সুনীল ছেত্রীর সঙ্গে বিশেষ ভিডিও, ভারতীয় পাসপোর্ট প্রসঙ্গে কী বললেন রায়ান

   

গতবারের খারাপ পারফরম্যান্সের এবার জয়ের মধ্য দিয়েই সুপার কাপ শুরু করেছিল মুম্বাই। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লিকে। সেই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। তবে দ্বিতীয় ম্যাচেই পরাজিত হতে হয়েছিল আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের কাছে। যেটা বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছেই। এই পরাজয়ের ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার থেকে কার্যত অনেকটাই পিছিয়ে পড়েছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা। অন্যদিকে, দিল্লি এবং রাজস্থানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা যথেষ্ট মজবুত করে ফেলেছিল কেরালা।

Also Read | নিলামের আগেই অবসর নিচ্ছেন ‘থালা’? জানালেন চেন্নাই সুপার কিংসের CEO

Advertisements

যারফলে আজকের এই ম্যাচ ড্র করলেই পরের রাউন্ডে চলে যেত ডেভিড কাতলার ছেলেরা। কিন্তু সেটা আর হল কোথায়। এদিন ম্যাচের প্রথম থেকেই হাডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল দুই দলের মধ্যেই। আসলে কেরালার জন্য শুধুমাত্র ড্র করা যথেষ্ট থাকলেও গোল করে নিজেদের এগিয়ে রাখার লক্ষ্য ছিল আদ্রিয়ান লুনাদের। অপরদিকে, মাস্ট উইন ম্যাচ ছিল মুম্বাই শিবিরের। স্বাভাবিকভাবেই তাঁদের আক্রমণ যে কতটা ভয়ানক হবে সেটা জানাই ছিল সকলের কাছে।

Also Read | সবাইকে পিছনে ফেলে ICC শীর্ষে এই ভারতীয় ব্যাটার, সঙ্গে সূর্য-তিলক!

তবে নিজেদের পক্ষে গোল করা সম্ভব না হলেও ম্যাচের ৮৯ মিনিটের মাথায় রক্ষণভাগ সামাল দিতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ফ্রেডি। তারপর আর বদলায়নি ফলাফল। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় পায় মুম্বাই। উভয়ের পয়েন্ট সমান থাকলেও গোলস ফর ও গোল এগেইস্টের মতো বিষয় গুলির বিচারে পরের রাউন্ডে স্থান পেল মুম্বাই।