এবার জয়ের মধ্য দিয়েই সুপার কাপ শুরু করল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যায় গোয়ার স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল নয়া ফুটবল দল স্পোটিং ক্লাব দিল্লি। বেশকিছু বছর আগে ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি ডাইনামোজ প্রতিনিধিত্ব করলেও পরবর্তীতে আর সেটা সম্ভব হয়নি। তারপর থেকেই রাজধানীর বুক থেকে তেমন কোনও ফুটবল দল সুযোগ পায়নি দেশের প্রথম স্তরের লিগে বা কাপ টুর্নামেন্টে। সেই হতাশা কাটিয়ে সকলকে চমকে দেওয়ার পরিকল্পনা ছিল স্পোর্টিং ক্লাব দিল্লির।
কিন্তু সেটা সম্ভব হয়নি। বলাবাহুল্য, ম্যাচের আগে থেকেই খাতায় কলমে অনেকটা এগিয়েছিল মুম্বাই (Mumbai City FC) শিবির। সেটাই লক্ষ্য করা গিয়েছে শেষ পর্যন্ত। নির্ধারিত সময়ের পর ৪-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে মুম্বাই শিবির। এদিন দলের হয়ে জোড়া গোল করেন বিক্রম প্রতাপ সিং। এছাড়াও একটি করে গোল করেন জর্জ পেরেইরা দিয়াজ এবং হোসে ওর্টিজ। পেনাল্টি থেকে গোল করে আন্দ্রেই আলবা ব্যবধান কমাতে সক্ষম হলেও ম্যাচের ফিরে আসার জন্য সেটা যথেষ্ট ছিল না। যারফলে শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে এই ম্যাচে সহজ জয় ছিনিয়ে নেয় দেশের শিল্প নগরীর এই ফুটবল দল।
বলাবাহুল্য, এদিন ম্যাচের শুরু থেকেই ব্যাপক আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা গিয়েছিল মুম্বাই (Mumbai City FC) শিবিরকে। স্বাভাবিকভাবেই গোলের মুখ খুলতে খুব একটা ঝক্কি পোহাতে হয়নি পেট্র ক্র্যাটকির ছেলেদের। প্রথম কোয়ার্টারের মাত্র ছয় মিনিটের মাথায় জর্জ পেরেইরা দিয়াজের গোলে এগিয়ে যায় মুম্বাই। সেই ধাক্কা কাটিয়ে ওঠার মিনিট তিনেকের মধ্যে ফের গোল হজম করে দিল্লি। এবার বল গোলে ঠেলে দিয়ে যান বিক্রম প্রতাপ সিং। তারপর বেশ কিছুটা রক্ষণাত্মক হয়ে উঠেছিল দিল্লি শিবির। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি সময় ফের ছন্দপতন। এবার ৩২ মিনিটের মাথায় ওর্টিজের গোল। যারফলে প্রথমার্ধে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে মুম্বাই সিটি (Mumbai City FC)।
দ্বিতীয়ার্ধে সুযোগ বুঝে আক্রমণে উঠে আসলে শুরু করেছিল দিল্লি। তারপর ৭৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে আলবা গোল করে ব্যবধান কমালেও ততক্ষণের ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে নিয়েছে মুম্বাই। তাই শেষ মুহূর্তে ফের গোল হজম করতে হয় দিল্লি দলকে। এবার নিজের দ্বিতীয় গোল করে যান বিক্রম। উল্লেখ্য, শুধুমাত্র জয় পাওয়া নয়, প্রায় দেড় বছর পর এদিন মাঠে ফেরেন ডিফেন্ডার আকাশ মিশ্রা। গত ২০২৩-২০২৪ সিজনে খেলতে গিয়ে এসিএল ইনজুরি পেয়েছিলেন এই ভারতীয় ফুটবলার। তারপর থেকেই মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ফিরে এসে চনমনে মেজাজে ধরা দিলেন আকাশ মিশ্রা। তিনি বলেন, ‘ নিজের চেনা পরিবেশে ফিরে আসতে পেরে যথেষ্ট ভালো লাগছে। দল জয় পেয়েছে। এই ছন্দ আমরা ধরে রাখতে চাই। আমরা ক্লিনশিট নিয়ে ম্যাচ জিততে চেয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করব।’


