ফুটবল দুনিয়ায় আবারও চমক দেখাল আফ্রিকান দল মরক্কো। ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ ফুটবল (Football) বিশ্বকাপ জিতেছে তারা। শক্তিশালী আর্জেন্টিনাকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান জানিয়ে দিল উত্তর আফ্রিকার এই দেশ।
চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে দুই অর্ধেই গোল করে মরক্কো। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী ছিল তাদের। ১২ মিনিটেই পর্তুগিজ ক্লাব এফসি ফামালিকাওয়ের খেলা ইয়াসির জাবিরি প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ২৯ মিনিটে আবারও তার জাদু। ভলিতে দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে পারেন তারকা ক্রিকেটার? বোর্ডের ঘোষণায় জল্পনা তুঙ্গে
অন্যদিকে, আর্জেন্টিনা ম্যাচে গোল পেতে মরিয়া ছিল। ম্যাচে তাদের দখলে ছিল ৭৬ শতাংশ বল। গোলমুখী শট নেয় ২০টিরও বেশি। কিন্তু মরক্কোর রক্ষণভাগ ও গোলকিপার গোমিস যেন অজেয় প্রাচীর হয়ে দাঁড়ান। বারবার তাদের আক্রমণ ভেস্তে যায় মরক্কোর জমাট রক্ষণ ও গোমিসের অবিশ্বাস্য প্রতিরোধে।
আর্জেন্টিনার জন্য ছিল সপ্তমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামা এক মিশন। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছিল তারা। তবে শেষ লড়াইয়ে মরক্কোর নাছোড় মনোভাবের কাছে হার মানতেই হয়। এই হারের মধ্য দিয়ে যুব বিশ্বকাপে প্রথম ও একমাত্র হারটা আসে ফাইনালেই।
ম্যাচের পর হারলেও আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা দেন লিওনেল মেসি। তিনি ইনস্টাগ্রামে এক স্টোরিতে লেখেন, “মাথা উঁচু করে থাকো তোমরা। অসাধারণ একটা প্রতিযোগিতা খেলেছ। যদিও আমরা সবাই তোমাদের হাতে ট্রফি দেখতে চেয়েছিলাম, তবুও তোমাদের লড়াই, আত্মত্যাগ ও ভালবাসা আমাদের হৃদয় জয় করেছে।”
বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের চোখ এবার আফ্রিকার দিকেই। মরক্কো কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে নজর কেড়েছিল। এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়ল। গ্রুপ পর্বে ব্রাজিল, স্পেন, মেক্সিকোর মতো দলকে হারিয়ে উঠে এসেছে মরক্কো। এরপর নকআউটে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ট্রফি ঘরে তোলে তারা।
উল্লাসও ছিল অনন্য। ট্রফি জয়ের পর দলের খেলোয়াড়রা ঠিক মেসির কাতার বিশ্বকাপের ট্রফি উল্লাস নকল করে উদযাপন করে। সামাজিক মাধ্যমে এই উদযাপনের ছবি ও ভিডিও ঝড় তুলেছে। মরক্কোর জয়ের খবর উদযাপনে কাসাব্লাঙ্কা, ওয়াশিংটন ও ব্রাসিলিয়া থেকেও ভক্তরা সমবেত হন। ২০০৯ সালে ঘানার পর এবার মরক্কো, দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে এই শিরোপা ঘরে তোলে। আফ্রিকান ফুটবলের জন্য এক নতুন দিগন্তের সূচনা।
🤩🤩 Congratulations to 🇲🇦Morocco as they capped off a historic run in Chile on Sunday night, beating Argentina 2-0 to win first-ever FIFA U20 World Cup.#U20WC @EnMaroc pic.twitter.com/msFaLejIA7
— CAF Media (@CAF_Media) October 20, 2025