এবার ইউনাইটেড স্পোর্টসকে পরাজিত করে আইএফএ শিল্ডের ফাইনালে চলে গেল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন দুপুরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনালে নেমেছিল সবুজ মেরুন শিবির। গত ডুরান্ড কাপের হতাশা কাটিয়ে এই ঐতিহ্যবাহী শিল্ড চ্যাম্পিয়ন হওয়াই অন্যতম লক্ষ্য হোসে মোলিনার ছেলেদের। সেই মতো টুর্নামেন্ট শুরু করেছিল ময়দানের এই প্রধান। গত ম্যাচে গোকুলাম কেরালায় এফসিকে পরাজিত করার পর যেদিন তাঁদের প্রতিপক্ষ ছিল লালকমল ভৌমিকের শক্তিশালী ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সম্পূর্ণ সময় শেষে ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন।
দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। পরবর্তীতে অঙ্কন ভট্টাচার্যের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় গতবারের আইএসএল জয়ীরা। ম্যাচের প্রথম মিনিট থেকেই গোলের মুখ খুলতে মরিয়া হয়ে উঠেছিল দুই দল। কিন্তু বারংবার আটকে যেতে হচ্ছিল প্রতিপক্ষের রক্ষণভাগে। প্রথম ১৫ মিনিটের মাথায় বাগান ডিফেন্ডারদের টেক্কা দিয়ে গোল বক্সে ঢুকে পড়েছিলেন ইউনাইটেড স্পোর্টসের ক্রিস্টোফার। কিন্তু বাগান গোলরক্ষক জাহিদের দক্ষ হাতে আটকে যেতে হয়েছিল তাঁকে। তারপর ২৭ মিনিটের মাথায় ফের আক্রমণে উঠে আসে ইউনাইটেড স্পোর্টস। উইং থেকে বল নিয়ে সোজা মোহনবাগানের (Mohun Bagan) রক্ষণে ঢুকে শট নিয়েছিলেন সজল মুন্ডা, কিন্তু অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হতে হয়েছিল তাঁকে।
🎥 Dimi gets on the scoresheet… the best feeling 💚♥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/vEdkud3bFs
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 15, 2025
কিন্তু ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই ক্রমশ নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে মোহনবাগান (Mohun Bagan)। মাঝেই ইউনাইটেডের রক্ষণে ফাটল ধরিয়ে দিয়েছিলেন রবসন রবিনহো থেকে শুরু করে অভিষেক সিং টেকচামরা। এমনকি গোলের সহজ সুযোগ ও পেয়ে গিয়েছিলেন জেসন কামিন্স। কিন্তু বল গোলে রাখা সম্ভব হয়নি। অনায়াসেই সেটি তালুবন্দি করে নিয়েছিলেন ইউনাইটেডের সুব্রত। তবে প্রথমার্ধের ঠিক ৪৫ মিনিটের মাথায় চলে আসে সেই গোল। অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেত্রাতোসের গোলে এগিয়ে যায় মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আক্রমণে চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান (Mohun Bagan)।
তারপর ৪৮ মিনিটের মাথায় চলে আসে দ্বিতীয় গোল। মোহনবাগানের (Mohun Bagan) আপফ্রন্টকে সামাল দিতে গিয়ে কার্যত না রেহাল পরিস্থিতি দেখা দিয়েছিল ইউনাইটেড স্পোর্টসের ডিফেন্ডারদের। এক্ষেত্রে বাগান ফুটবলারদের আক্রমণ রোধ করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। দলের ডিফেন্ডার অঙ্কন ভট্টাচার্যের গায়ে লেগে বল চলে যায় নিজেদের গোলের মধ্যে। যারফলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। পরবর্তীতে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে রবসন রবিনহোর মত ফুটবলাররা বারংবার গোল পাওয়ার পরিস্থিতি তৈরি করলেও অফসাইডের ট্র্যাপে জড়িয়ে পড়তে হয় একাধিকবার।