আগামীকাল সুপার কাপের (Super Cup 2025) হাইভোল্টেজ ম্যাচ। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যেদিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার ফুটবলপ্রেমীরা। গতকাল ইন্টার কাশীকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গিয়েছে এফসি গোয়া। এবার শুক্রবারের এই ম্যাচের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে সেমিফাইনালে যোগ্যতা অর্জনকারী পরবর্তী দল। গ্ৰুপ ‘এ’ র পয়েন্ট টেবিলের দিকে নজর রাখলে দেখা যায় এখনও পর্যন্ত মোট তিনটি দলের সুযোগ রয়েছে পরবর্তী পর্বে নিজেদের স্থান করে নেওয়ার।
ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কথা ব্যাপকভাবে উঠে আসলে ও অন্যতম দাবিদার হিসেবে রয়েছে গোয়ার শক্তিশালী ফুটবল দল ডেম্পো স্পোর্টস ক্লাব। এখনও পর্যন্ত মোট দুইটি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে লাল-হলুদ ও সবুজ-মেরুন। তবে গোল পার্থক্যের ভিত্তিতে কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল। তবে পিছিয়ে থাকা মোহনবাগান ও যে কতটা ভয়ঙ্কর সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই এই ডার্বি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে উভয়ের কাছেই। অন্যদিকে, ডেম্পো এখনও পর্যন্ত পয়েন্টের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও তাঁদের ও বাকি রয়েছে একটি ম্যাচ।
চেন্নাইয়িন এফসিকে বড় ব্যবধানে পরাজিত করতে পারলে দুই প্রধানের পাশাপাশি লড়াইয়ে টিকে থাকবে গোয়ার সেই দল। তাই সবদিক মাথায় রেখেই এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সুনিশ্চিত করতে চান অস্কার ব্রুজো থেকে শুরু করে হোসে মোলিনা। সেইমতো ফুটবলারদের প্রস্তুত করেছেন দুই স্প্যানিশ কোচ। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগেই আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। যেখানে নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পেয়েছিল মেরিনার্সরা। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান শুভাশিস বসু থেকে শুরু করে রবসন রবিনহোর মতো ফুটবলাররা।
অন্যদিকে, শিল্ডের ধাক্কা কাটিয়ে সাফল্য পেতে মরিয়া ইস্টবেঙ্গল। কিন্তু কোথায় দেখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচ। যতদূর জানা গিয়েছে, অন্যান্য টুর্নামেন্ট গুলির মতো এবার ও সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিট থেকে এই ম্যাচ সম্প্রচারিত হবে জিয়ো হটস্টারে। যারফলে এই অ্যাপের মধ্যে দিয়ে অনলাইনে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকরা। এছাড়াও স্টার স্পোর্টস খেলের মধ্যে দিয়ে টিভিতে এই ম্যাচ উপভোগ করতে পারবেন দুই দলের সমর্থকরা।


