হাড্ডাহাড্ডি লড়াই ইউনাইটেড স্পোর্টসের, দিমির দৌলতে এগিয়ে মোহনবাগান

Dimitri Petratos Mohun Bagan

আজ কিশোর ভারতী স্টেডিয়ামে শিল্ডের অঘোষিত সেমিফাইনালে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। হোসে মোলিনার সামনে আজ প্রতিপক্ষ লালকমল ভৌমিকের ইউনাইটেড স্পোর্টস। ধারে ভারে প্রতিপক্ষ দলের থেকে অনেকটাই এগিয়ে সবুজ-মেরুন। কিন্তু সেটা খুব একটা বোঝা গেল না প্রথমার্ধে। ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা যায় দুই দলের ফুটবলারদের। সময়ের সাথে সাথেই আক্রমণ প্রতিআক্রমণে ঝড় তুলতে শুরু করেছিল দুই শিবির। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথমার্ধ। যেখানে ১-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)।

গোল করেছেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। যারফলে কিছুটা আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয়ার্ধ শুরু করতে পারবে মেরিনার্সরা। উল্লেখ্য, ম্যাচের প্রথম মিনিট থেকেই গোলের মুখ খুলতে মরিয়া হয়ে উঠেছিল দুই দল। কিন্তু বারংবার আটকে যেতে হচ্ছিল প্রতিপক্ষের রক্ষণভাগে। প্রথম ১৫ মিনিটের মাথায় বাগান ডিফেন্ডারদের টেক্কা দিয়ে গোল বক্সে ঢুকে পড়েছিলেন ইউনাইটেড স্পোর্টসের ক্রিস্টোফার। কিন্তু বাগান গোলরক্ষক জাহিদের দক্ষ হাতে আটকে যেতে হয়েছিল তাঁকে। তারপর ২৭ মিনিটের মাথায় ফের আক্রমণে উঠে আসে ইউনাইটেড স্পোর্টস।

উইং থেকে বল নিয়ে সোজা মোহনবাগানের (Mohun Bagan) রক্ষণে ঢুকে শট নিয়েছিলেন সজল মুন্ডা, কিন্তু অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হতে হয়েছিল এই ফুটবলারকে। তবে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই ক্রমশ নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে মোহনবাগান (Mohun Bagan)। মাঝেই ইউনাইটেডের রক্ষণে ফাটল ধরিয়ে দিয়েছিলেন রবসন রবিনহো থেকে শুরু করে অভিষেক সিং টেকচামরা। এমনকি গোলের সহজ সুযোগ ও পেয়ে গিয়েছিলেন জেসন কামিন্স। কিন্তু বল গোলে রাখা সম্ভব হয়নি। অনায়াসেই সেটি তালুবন্দি করে নিয়েছিলেন ইউনাইটেডের সুব্রত। তবে প্রথমার্ধের ঠিক ৪৫ মিনিটের মাথায় চলে আসে সেই গোল।

Advertisements

ফ্রি-কিক নিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। ফিরতি বলে টোকা দিয়ে কামিন্সের দিকে ঠেলে দেন রবসন রবিনহো। তারপর কামিন্সের মাইনাস থেকে বল দিমিত্রির গায়ে লেগে চলে যায় গোলের মধ্যে। অনায়াসেই ১-০ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। তারপর অতিরিক্ত তিন মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। শেষ মুহূর্তে ম্যাচের ৪৮ মিনিটের মাথায় পুনরায় গোলের সুযোগ পেয়েছিলেন সজল। কিন্তু কাজে লাগাতে পারেননি।‌