ভারতের অনূর্ধ্ব ২৩ ফুটবল দল (Indian Football Team) আগামী ১৫ নভেম্বর, ব্যাংককে থাইল্যান্ড অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে। ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর অংশ হিসেবে অনুষ্ঠিত এই ম্যাচের সময়সূচি নির্ধারিত হয়েছে দুপুর ৩:৩০ (IST)। অনুষ্ঠিত হবে থমাসাট স্টেডিয়ামে, পথুম থানি, থাইল্যান্ডে।
নিলামের আগে এই ৫ ভারতীয় ক্রিকেটারকে রেখে চমক শাহরুখের ফ্র্যাঞ্চাইজির!
এই ম্যাচের প্রস্তুতির জন্য “ব্লু কোল্টস” ৭ নভেম্বর থেকে কলকাতায় অনুশীলন শুরু করবে এবং এরপরই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে। ভারতের অনূর্ধ্ব ২৩ দল ইতোমধ্যেই এই সিজনে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। জুনে তারা তাজিকিস্তানে যোগ দিয়ে হোস্ট দল ও কিরগিজ রিপাবলিকের সঙ্গে খেলেছে। আগস্টে মালয়েশিয়ায় তারা দুই ম্যাচ খেলেছে ইরাকের বিপক্ষে। এরপর এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিতেও অংশগ্রহণ করেছে। অক্টোবরের উইন্ডোতে, তারা ইন্দোনেশিয়ার সঙ্গে দুটি ম্যাচ খেলেছে, যেখানে প্রথম ম্যাচে ২-১ বিজয়ী হয় এবং দ্বিতীয় ম্যাচটি ১-১ ড্র হয়েছে।
সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরের দুই প্রতিভাবান ফুটবলার প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলের প্রস্তুতি শিবিরে। আদিত্য মণ্ডলকে ভারত অনূর্ধ্ব ১৭ দলে এবং পাসাং দর্জি তামাংকে ভারত অনূর্ধ্ব ২৩ দলে ডাক দেওয়া হয়েছে। কিন্তু জানা গিয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের ফিফা আন্তর্জাতিক উইন্ডোর ছাড়পত্র দেয়নি। ফলে এই মুহূর্তে তাদের অভিষেক হচ্ছে না।
Aditya Mondal received India U-17 call up and Pasang Dorjee Tamang got India U-23 call up
Both were not released by Mohun Bagan management ahead of FIFA International Window and they missed out from their debut
Pathetic! pic.twitter.com/c0c5PO648r
— Mohun Bagan Hub (@MohunBaganHub) November 7, 2025
অন্যদিকে ইস্টবেঙ্গলের তরুণ গোলকিপার গৌরব শাও এবার কলকাতায় অনুষ্ঠিত ভারতের অনূর্ধ্ব ২৩ জাতীয় দলীয় ক্যাম্পে নির্বাচিত হয়েছেন। বাংলার সেরা গোলকিপার হিসেবে পরিচিত গৌরব শাও এর এই সাফল্যকে শুভেচ্ছা জানিয়েছে ফুটবলপ্রেমীরা। তিনি উত্তরপাড়া নেতাজি ব্রিগেড থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগ, কলকাতা লিগ এবং এবার জাতীয় দলে পা রেখেছেন।
East Bengal goalkeeper Gourab Shaw has been selected for the India U-23 national team camp, which will be held in Kolkata.
Best wishes to Gourab, may this be the start of many more achievements ahead! 🇮🇳#JoyEastBengal #TorchBearers pic.twitter.com/9P2uFFakAv
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@torch__bearers) November 7, 2025


