হোসে মোলিনা এখন অতীত। গত কয়েকদিন আগেই মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের দায়িত্ব পেয়েছেন সার্জিও লোবেরা। গত সপ্তাহেই সেইকথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। চলতি সিজনের বাকি সময়টুকু এবার এই কোচের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, বহু প্রত্যাশা নিয়ে এবারের সুপার কাপে নেমেছিল ময়দানের এই প্রধান। তবে খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। পড়শী ক্লাব তথা ইস্টবেঙ্গল দলকে আটকে দিয়ে ও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে সেই ধাক্কা ভুলে আগামী দিনে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ময়দানের এই প্রধান।
প্রথম ডিভিশন লিগ নিয়ে অনিশ্চয়তার কারণে গত মাসের মাঝামাঝিতে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিলেও এবার ফের প্রাকটিস শুরু করেছে মোহনবাগান। এই নতুন মাসের প্রথম দিন থেকেই মাঠে নেমেছেন দলের অধিকাংশ ফুটবলাররা। তবে নবনির্বাচিত কোচ সার্জিও লোবেরার ভিসা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় এখনও শহরে আসতে পারেননি আইএসএল জয়ী এই কোচ। যারফলে তাঁর অনুপস্থিতিতে বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন রিজার্ভ দলের কোচ বাস্তব রায়। এছাড়াও রয়েছেন সহকারী কোচেরা।
তাঁদের তত্ত্বাবধানেই প্রথম দিনের অনুশীলন করেছে সবুজ-মেরুন। যেখানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেন ও টম অলড্রেডদের মতো ফুটবলারদের। তবে এদিন অনুপস্থিত ছিলেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস এবং স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। যা কিছুটা হলেও চিন্তায় রেখেছিল সকলকে। বিশেষ সূত্র মারফত খবর, খুব শীঘ্রই ভারতে চলে আসবেন দিমিত্রি পেত্রাতোস। তারপরেই যোগদান করবেন দলের অনুশীলনে।
অপরদিকে, বিমান সমস্যা থাকায় ভারতে আসতে কিছুটা সময় লাগছে স্প্যানিশ ডিফেন্ডারের। সব ঠিকঠাক থাকলে তিনিও খুব শীঘ্রই চলে আসছেন কলকাতায়।
