HomeSports NewsFootballলোবেরার তত্ত্বাবধানে অনুশীলন শুরু করছে সবুজ-মেরুন, কবে?

লোবেরার তত্ত্বাবধানে অনুশীলন শুরু করছে সবুজ-মেরুন, কবে?

- Advertisement -

ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট পরিচিত সার্জিও লোবেরা‌ (Sergio Lobera)। দেশে আইএসএল শুরু হওয়ার প্রথম লগ্নে এফসি গোয়ার দলের দায়িত্ব গ্ৰহনের মধ্যে দিয়ে দেশের ফুটবলপ্রেমীদের নজরে এসেছিলেন তিনি। সেই সময় এই টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য না আসলেও অনবদ্য পারফরম্যান্স ছিল এই ফুটবল ক্লাবের। পরবর্তীতে তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল মুম্বাই সিটি এফসি। সেখানেই হুগো বুমোস থেকে শুরু করে মুর্তাজা ফলদের মতো ফুটবলারদের নিয়ে জয় করেছিলেন আইএসএল। যদিও পরবর্তীতে সিটি গ্ৰুপের সক্রিয়তায় যোগ দিয়েছিলেন চীনের সিচুয়ানের ক্লাবে।

সেখান থেকেই তাঁকে দলে টানতে একটা সময় মরিয়া হয়ে উঠেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এমনকি চুক্তিপত্র ও পাঠানো হয়েছিল তাঁদের তরফে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পরবর্তীতে তিনি ভারতে ফিরলে ও চলে আসেন জগন্নাথের রাজ্যের ফুটবল দল ওডিশা এফসিতে। গত কয়েক সিজন ধরে এই ফুটবল ক্লাবের দায়িত্বেই দেখা গিয়েছিল এই কোচকে। এমনকি গত সিজনে ও তাঁর তত্ত্বাবধানে দাপুটে ফুটবল খেলেছিল ওডিশা। যদিও চূড়ান্ত সাফল্য আসেনি। তবুও এই স্প্যানিশ কোচের উপরেই ভরসা রেখেছিল ওডিশা।

   

তবে দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজনকে ঘিরে ব্যাপক অনিশ্চয়তা থাকায় নিজের দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন সার্জিও লোবেরা‌। গতকাল সন্ধ্যায় সেইকথা জানিয়ে দিয়েছিল ম্যানেজমেন্ট। তাঁর ঠিক কিছুক্ষণের মধ্যেই লোবেরার দায়িত্ব গ্ৰহনের কথা জানিয়ে দেয় দেশের অন্যতম সফল ফুটবল দল মোহনবাগান সুপার জায়ান্ট। যেটা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। অর্থাৎ যেখানে শেষ করেছেন হোসে মোলিনা সেখান থেকেই এবার দলকে এগিয়ে নিয়ে যাবেন এই স্প্যানিশ কোচ। তাঁর উপরেই ব্যাপক প্রত্যাশা সকলের।

দেশের প্রথম ডিভিশন লিগের অনিশ্চয়তার দিকে নজর রেখে গত মাসেই অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিয়েছিল সবুজ-মেরুন‌। অবশেষে আগামী ৩০শে নভেম্বর থেকে ফের অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেজন্য, গত কয়েকদিন আগে থেকেই শহরে পা রাখতে শুরু করবেন দলের ফুটবলাররা।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular