পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ থেকে অনুশীলন শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত সুপার কাপ পর্যন্ত হোসে মোলিনা দলের দায়িত্ব পালন করে আসলেও এবার বদলেছে পরিস্থিতি। এই স্প্যানিশ কোচের পরিকল্পনা নিয়ে খুব একটা খুশি ছিল না মোহনবাগান জনতা। স্বাভাবিকভাবেই কোচ বদল যে হবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। অবশেষে গত বুধবার পরিষ্কার হয়ে যায় সেই বিষয়টি। বিদায় জানানো হয় গতবারের আইএসএল লিগ শিল্ড ও লিগ কাপ জয়ী কোচকে। তাঁর পরিবর্তে দলের দায়িত্বে আসেন ওডিশা এফসির প্রাক্তন কোচ সার্জিও লোবেরা।
তাঁর তত্ত্বাবধানেই আসন্ন টুর্নামেন্ট গুলি খেলবে কলকাতা ময়দানের এই প্রধান। এবার এই নয়া কোচের উপরেই ব্যাপক প্রত্যাশা সকলের। তবে এখনও পর্যন্ত প্রথম ডিভিশন লিগের দিনক্ষণ চূড়ান্ত না হলেও দলকে ম্যাচফিট করতে মরিয়া ম্যানেজমেন্ট। সেইমতো গত কয়েকদিন আগে থেকেই শহরে আসতে শুরু করেছিলেন দলের ফুটবলাররা। এছাড়াও গতকাল নিজের সোশ্যাল সাইট থেকে শহরে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন টম অলড্রেড থেকে শুরু করে জেমি ম্যাকলারেনরা। এছাড়াও গত কয়েকদিন আগেই সবুজ-মেরুন শিবিরে দেখা গিয়েছিল ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোকে।
তারপরেই আজ প্রথমদিনের অনুশীলনে যথেষ্ট চনমনে মেজাজে দেখা যায় দলের অধিকাংশ ফুটবলারদের। দলের নতুন কোচ সার্জিও লোবেরার ভিসা গত সমস্যা শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই এখনও পর্যন্ত তাঁর ভিসা হাতে না আসলেও মনে করা হচ্ছে খুব শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে সেটি। তারপরেই আগামী কয়েকদিনের মধ্যে ভারতে চলে আসবেন তিনি। যোগদান করবেন দলের সঙ্গে। তাঁর বদলে আপাতত বাস্তব রায় সহ সহকারী কোচদের তত্ত্বাবধানেই অনুশীলন করবেন দলের ফুটবলাররা।
বলাবাহুল্য, এদিন মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকেই বিশেষ নজর দিতে দেখা যায় খেলোয়াড়দের। শোনা যাচ্ছে, কোচ শহরে আসার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে মেরিনার্সরা।
