আইএফএ শিল্ড জিততে বদ্ধপরিকর হোসে মোলিনা

Jose Molina Reacts After Mohun Bagan Beat Jamshedpur FC

দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে এবারের মরসুম শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির মতো দলকে আটকে দিয়েছিল সবুজ-মেরুন। যা নিঃসন্দেহে নজর কেড়েছিল সকলের। কিন্তু পরবর্তীতে আর সেভাবে নিজেদের সেরাটা দিতে পারেননি দলের ফুটবলাররা। আটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে পরাজিত হতে হয়েছিল দুর্বল ইস্টবেঙ্গলের কাছে।

Advertisements

জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্সদের উপস্থিতিতে ও এই পরাজয় যথেষ্ট হতাশ করেছিল সকলকে। সেই সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মোহনবাগানের (Mohun Bagan)। সেইমতো এবারের এই ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের জন্য নিজেদের সিনিয়র দলের অধিকাংশ খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করায় ম্যানেজমেন্ট। যেখানে স্থান পেয়েছেন গোলরক্ষক বিশাল কাইথ থেকে শুরু করে শুভাশিস বসু ও মনবীর সিংয়ের মতো দেশীয় ফুটবলাররা। এছাড়াও রয়েছেন দলের সকল বিদেশি। বলতে গেলে, এবারের ডুরান্ডের হতাশা কাটিয়ে বাংলার এই ঐতিহাসিক খেতাব জিততে মরিয়া হোসে মোলিনা (Jose Molina)।

Mohun Bagan’s Head Coach Jose Molina Lands in Kolkata, Boosts Hopes for ISL 2025 Success After Durand Cup Win
Mohun Bagan’s Head Coach Jose Molina Lands in Kolkata, Boosts Hopes for ISL 2025 Success After Durand Cup Win

গত কয়েকদিন আগেই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল আইলিগের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসি। সম্পূর্ণ সময়ের শেষে চারটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল সবুজ-মেরুন। যা নিঃসন্দেহে অনেকটাই মনোবল বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের। তবে পরবর্তীতে অধিনায়ক শুভাশিস বসু এবং আপুইয়া যোগদান জাতীয় শিবিরে। স্বাভাবিকভাবেই পরবর্তী ম্যাচে যে তাঁদের খেলার সম্ভবনা খুব একটা নেই সেটা বলাই চলে।

তাই সবদিক মাথায় রেখেই এবার পরবর্তী ম্যাচের জন্য দলকে তৈরি করতে চলেছেন বাগানের স্প্যানিশ বস। আগামী ১৫ই অক্টোবর টুর্নামেন্টের দ্বিতীয় তথা গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan)। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের যথেষ্ট প্রভাবশালী দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে। এখন এই ম্যাচের কথা মাথায় রেখে খেলোয়ারদের বিশেষ ভাবে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন মোলিনা (Jose Molina)। গত ম্যাচের পর অনুশীলনে ছুটি ছিল সকল ফুটবলারদের। তারপর গত রবিবার থেকেই দলের অনুশীলনে যোগ দিতে দেখা গিয়েছিল সকল ফুটবলারদের। নিজেদের চেনা ছন্দ বজায় রাখাই এখন লক্ষ্য সকলের।